চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্তে গরু পাচারের সময় পাঁচ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার পাকা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তের পদ্মা নদীতে নৌকায় পাচারের সময় তিনটি গরু ও দুটি ধারালো অস্ত্রসহ তাদের আটক করা হয়।
শনিবার সকালে তাদের আটকের পর যাচাই-বাছাই শেষে আজ রোববার সকালে এ তথ্য নিশ্চিত করেন ৫৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান।
বিজিবি অধিনায়ক জানান, ভারতীয় নাগরিকেরা পদ্মা নদী দিয়ে নৌকায় তিনটি গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বাংলাদেশি জলসীমায় টহল দেওয়া বিজিবি সদস্যরা তাদের আটক করে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়। আটকদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান বিজিবি অধিনায়ক।
এআর-০৩/১৮/০৮ (আঞ্চলিক ডেস্ক)