গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা শনিবার, ব্যয় ৫ কোটি টাকা

আগামী ১৪ সেপ্টেম্বর শনিবার ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণসভার আয়োজন করছে অন্তর্বর্তী সরকার। এ আয়োজনে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি টাকা। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাপতি এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মরণে এ সভা হবে। এতে দেশি-বিদেশি অতিথিরা থাকবেন।

বৈঠকে উপস্থাপিত প্রস্তাবনার সারসংক্ষেপে বলা হয়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহীদের স্মরণে ১৪ সেপ্টেম্বর অথবা সুবিধাজনক সময়ে এক স্মরণসভা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপদেষ্টা এ স্মরণসভা বাস্তবায়নের ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। স্মরণসভা সম্পর্কিত সব কর্মকাণ্ড সুচারুভাবে বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। সময়-স্বল্পতার কারণে কর্মসূচি বাস্তবায়নের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে অভিজ্ঞ ও প্রয়োজনীয় দক্ষতাসম্পন্ন এক বা একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া প্রয়োজন।

এতে আরও বলা হয়, স্মরণসভা যথাযথ ভাবগাম্ভীর্যের সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আনুমানিক পাঁচ কোটি টাকার প্রয়োজন। অনুষ্ঠানটি আয়োজনে প্রয়োজনীয় অর্থ ডাক ও টেলিযোগাযোগ বিভাগের রাজস্ব বাজেটে সংকুলান না হওয়ায় অতিরিক্ত অর্থ চেয়ে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

সরকার স্মরণসভায় শহীদদের পরিবারকে সম্মাননা দেবে। ‘বাংলা ব্লকেড’, ‘কমপ্লিট শাটডাউন’ এবং ‘লংমার্চ টু ঢাকা’ ঘটনার ওপর উপস্থাপনা থাকবে। কারণ, শব্দগুলো গণআন্দোলনে টনিক হিসেবে কাজ করেছে।

এআর-০৪/১০/০৯ (জাতীয় ডেস্ক)