কমিউনিটি বেতার রেডিও পদ্মা ৯৯.২ এফএমের অনুষ্ঠান উপস্থাপক মিধাত আবির মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মিধাত আবির কোলন ক্যান্সারে আক্রান্ত ছিলেন। সম্প্রতি তিনি চিকিৎসার জন্য তিনি ভারত যান। এরপর চিকিৎসা শেষে রাতে দেশে ফিরেন। এদিকে বিকেলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামে জানাযার নামাজ শেষে মিধাত আবিরকে দাফন করা হয়েছে।
আবিরের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে রেডিও পদ্মা ৯৯.২ এফ.এম পরিবার। শোক জানিয়েছে সিসিডি বাংলাদেশের পরিচালক ও রেডিও পদ্মার প্রধান সম্বয়কারী জিএম মুরতুজা, স্টেশন ম্যানেজার শাহানা পারভীন, সিনিয়র প্রোগ্রাম প্রডিউসার সোহান রেজা, সহকারী ব্রডকাস্ট ম্যানেজার আসাদুর রহমান।
এদিকে মিধাত আবিরের অকাল মৃত্যুতে সকাল থেকেই সহকর্মী ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই স্মৃতিচারণ করে শোক জানাচ্ছেন। আাবিরের মৃত্যুতে স্মৃতিচারণ করে শোক জানিয়েছে নাট্যকার শফিকুর রহমান শান্তনু, রেডিও টুডের সিনিয়র আরজে টুটুল জহিরুল ইসলাম।
মিধাত আবির ২০১৭ সালে রাজশাহীর নিউ গভঃ ডিগ্রী কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণের পর রাজশাহী কলেজে হিসাববিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন। তিনি ২০১৯ সালে দেশের প্রথম কমিউনিটি বেতার রেডিও পদ্মায় জুনিয়র অনুষ্ঠান উপস্থাপক হিসেবে যোগদান করেন।
এআর-০১/১২/০৯ (নিজস্ব প্রতিবেদক)