মধ্যরাত থেকে ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা

মা ইলিশ রক্ষায় বিজ্ঞানভিত্তিক প্রজনন সময় বিবেচনায় শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

শনিবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে মাছ শিকার করতে পারবেন না জেলেরা।

জানা যায়, প্রতি বছর আশ্বিন মাসের পূর্ণিমায় ডিম ছাড়ার লক্ষ্যে সাগর থেকে ঝাঁকে-ঝাঁকে মা ইলিশ পদ্মা-মেঘনা নদীতে ছুটে আসে। মা ইলিশের ডিম ছাড়ার প্রক্রিয়াকে সফল করতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এসময় শরীয়তপুরের পদ্মা-মেঘনার ৮৮ দশমিক ৬ কিলোমিটার এলাকায় কোনো জেলে নামতে পারবেন না। নিষেধাজ্ঞার কারণে ইতোমধ্যেই পদ্মা-মেঘনা নদীর জেলেরা নৌকা, জালসহ মাছ ধরার সরঞ্জাম তীরে তুলে নিয়েছেন।

কিন্তু নিষেধাজ্ঞাকালীন সময়ে পরিবারের ভরণ-পোষণ নিয়ে দুশ্চিন্তায় আছেন জেলেরা। কারো কারো অভিযোগ, প্রকৃত জেলেরা পায় না সরকারের খাদ্য সহায়তা। তবে যারা নিষেধাজ্ঞার সময়ে খাদ্য সহায়তার ৩০ কেজি চাল পান, তা দিয়ে চলে না তাদের সংসার। বিগত বছরের মতো এবছরও লক্ষ্যমাত্রা অর্জনে নিষেধাজ্ঞাকালীন সময়ে কঠোর অবস্থানে থাকার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এআর-০৪/১২/১০ (জাতীয় ডেস্ক)