শিক্ষক নিবন্ধন পরীক্ষায় পাস করেছেন আবু সাঈদ

১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। তিনি মারা যাওয়ার প্রায় ৩ মাস ১০দিন পর প্রকাশিত ফলাফলে এই তথ্য পাওয়া যায়।

সোমবার বিকেলে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ ৮৩ হাজার ৮৬৫ জনের মধ্যে রয়েছেন আবু সাঈদ। পরীক্ষায় আবু সাঈদের পরীক্ষার রোল নম্বর ছিল ২০১২৫৬২৯৭।

তাঁর সহপাঠীরা বলছেন, নিহত আবু সাঈদ ১৮তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় পাস করছেন। তিনি বেচে নেই, কিন্তু তাঁর সব কিছু তাঁদের কাছে বেঁচে আছেন। শহীদ আবু সাঈদ তাঁদের মাঝে সারাজীবন বেঁচে থাকবেন।

গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে পুলিশের ছোড়া গুলিতে নিহত হন।

এআর-০৪/১৪/১০ (শিক্ষা ডেস্ক)