বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক পেজে উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, ‘দরবার হল থেকে ৭১-পরবর্তী শেখ মুজিবুর রহমানের ফ্যাসিবাদী ছবি সরিয়ে ফেলা হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে, ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে আমরা তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। তবে যতদিন মানুষের জুলাই মাসের চেতনা বেঁচে থাকবে ততদিন তাকে কোথাও দেখা যাবে না।’
মাহফুজ আলম লেখেন, ‘শেখ মুজিব ও তার কন্যা অগণতান্ত্রিক সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, কোটি কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড (৭২-৭৫, ২০০৯-২০২৪) পর্যন্ত বাংলাদেশের জনগণের সঙ্গে যা করেছেন, তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। তাহলে আমরা ’৭১-পূর্ববর্তী শেখ মুজিবের কথা বলতে পারি। ফ্যাসিস্টদের ক্ষমা ও বিচার ছাড়া কোনো ধরনের সমঝোতা হবে না।’
সংবিধানের ৪ক অনুচ্ছেদে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ সরকারি কার্যালয় এবং সরকারি-আধা-সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান ও দূতাবাসে সংরক্ষণ ও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে।
২০০০ সালে আওয়ামী লীগ প্রশাসন সব সরকারি অফিসে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনের বাধ্যবাধকতা আরোপ করে আইন পাস করে। তবে ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর আইনটি বাতিল করা হয়। ফের আওয়ামী লীগ ক্ষমতায় এসে আইনটি কার্যকর করে।
এআর-০৩/১১/১১ (জাতীয় ডেস্ক)