চিফ প্রসিকিউটর তাজুলের পদত্যাগ দাবি নুরের

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামের পদত্যাগ দাবি করেছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।

বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল গেটে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল শেষে এই দাবি তোলেন তিনি।

গণঅধিকার পরিষদের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রেজা কিবরিয়া অংশের দায়ের করা রিটের শুনানিতে আইনজীবী হিসেবে তাজুল ইসলামের অংশগ্রহণের প্রতিবাদে এই এই দাবি তোলা হয়।

এদিকে নুরুল হক নুর এবং তাঁর দলীয় কর্মীদের ওই বিক্ষোভকে অনাকাঙ্ক্ষিত এবং ষড়যন্ত্র উল্লেখ করে ক্ষমা চাইতে বলা হয়েছে প্রসিকিউশন থেকে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানার পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এই হঠকারী কার্যক্রম জুলাই-আগস্ট গণহত্যার ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত এবং বাধাগ্রস্ত করার শামিল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে নুরুল হক নুর এবং তাঁর দলীয় কর্মীদের এই বেআইনি ও ষড়যন্ত্রমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে নুরুল হক নুর তার অসত্য ও দুরভিসন্ধিমূলক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এআর-০৪/১৪/১১ (জাতীয় ডেস্ক)