আগামী শিক্ষাবর্ষ থেকে অনার্সে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানউল্লাহ।
শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এক ছাত্র-শিক্ষক সমাবেশে তিনি এ কথা বলেন।
উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রির মান উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সংযোগ বৃদ্ধি করতে বর্তমান পাঠ্যক্রমে সংস্কারের জন্য কৌশলগত পরিকল্পনা নেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘২০২৫ সাল হবে পরীক্ষার বছর। এই সময়ে সেশনজট কমানোর লক্ষ্য নেওয়া হয়েছে। আগামী বছর সব জমে থাকা পরীক্ষা সম্পন্ন হবে এবং বছর শেষে চলমান সেশনজট ৮০ শতাংশ কমানো হবে।’
পাশাপাশি ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, অ্যাসাইনমেন্ট এবং ইনকোর্স পরীক্ষার কার্যক্রম মনিটর করতে একটি রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
উপাচার্য জানান, সব স্নাতক ও অনার্স পর্যায়ের ডিগ্রিতে স্বল্পমেয়াদি আইসিটি ও প্রযুক্তি বিষয়ক কোর্স অন্তর্ভুক্ত করা হবে।
এআর-০৪/১৬/১১ (শিক্ষা ডেস্ক)