রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আগামী ৩০ নভেম্বর ‘রিসার্চ অলিম্পিয়াড ২০২৪’ অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ দ্বিতীয় বারের মত এই অলিম্পিয়াডের আয়োজন করতে যাচ্ছে।
আয়োজকরা জানান, নতুন গবেষণার ক্ষেত্র উদ্ভাবন ও গবেষণা সংস্কৃতি গড়ে তোলা, তরুণদের সৃজনশীল চিন্তা-ভাবনার বিকাশ ঘটানো এবং ছাত্রদের গবেষণা ও একাডেমিক জগতে দক্ষতা বাড়ানোর লক্ষে এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়েছে।
গবেষণার বিষয়বস্তু অনুযায়ী দুইটি ভিন্ন সেগমেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এরমধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত ভিত্তিক গবেষণা অন্যটি কলা, ব্যবসা, চারুকলা, ও সমাজবিজ্ঞান ভিত্তিক গবেষণা।
রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানের স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যায়নরত শিক্ষার্থীরা ২৭ নভেম্বর পর্যন্ত নিবন্ধন করে অলিম্পিয়াডে অংশ নিতে পারবেন। অংশ নিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে থাকা বুথে সরাসরি অথবা অনলাইনে (নিবন্ধন লিংক) ১০০ টাকা ফি দিয়ে নিবন্ধন করা যাবে।
এআর-০৪/২৪/১১ (নিজস্ব প্রতিবেদক)