পুলিশ ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সংঘর্ষের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- জুয়েল দাশ, আব্দুল কাইয়ুম, রাজিব ভট্টাচার্য, জাহিদ হোসেন, রবি দাশ, কৌশিক চৌধুরী, আবির দে, রবিন দে, রকি মজুমদার ও রুবেল দাশ। তাদের সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাশের জামিন না মঞ্জুরের পর নগরের আদালত এলাকা, কোতোয়ালি মোড় ও রঙ্গম কনভেনশন হলের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের হয়। সংঘর্ষে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।
এআর-০৪/২৮/১১ (আঞ্চলিক ডেস্ক)