রাবিতে আরইউমুনা’র দুই দিনব্যাপী সম্মেলন শুরু ২০ ডিসেম্বর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ বেঙ্গল মডেল ইউনাইটেড ন্যাশনস সিজন -৩ সম্মেলন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছায়া জাতি সংঘের (আরইউমুনা) আয়োজনে আগামী ২০ ও ২১ ডিসেম্বর ২ দিন ব্যাপি এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘সমস্ত সত্তার স্বাধীনতার জন্য ক্রমবর্ধমান প্রচেষ্টার সু-সমন্বয় সাধনের মাধ্যমে বিশ্বব্যাপী সংহতিকে সমর্থন করা’ প্রতিপাদ্যকে সামনে রেখে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, ২০ ডিসেম্বর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনে সম্মেলনটির উদ্বোধন করবেন ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ আমিরুল ইসলাম কনক এবং আরইউমুনার প্রধান উপদেষ্টা ও রাবি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক ।

এইবারের ছায়া জাতিসংঘ সম্মেলন আয়োজন করা হয়েছে ৫টি কমিটি নিয়ে । ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ডিজাস্টার্স রিস্ক ম্যানেজমেন্ট, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল, ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ বিশেষায়িত কমিটি এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থা। শিক্ষার্থীরা যাতে বিশ্ব নিরাপত্তা এবং আন্ত সীমান্ত ভ্রাতৃত্ব বিষয়ে নিজেদের বেশি আগ্রহী করে তুলতে পারে সেটা ভেবেই এবারের আলোচ্য বিষয় তৈরী করা হয়েছে।

এবারের সম্মেলনে দেশের উত্তরবঙ্গের ১৫টি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে প্রথম দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এবং দ্বিতীয় দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সনদপত্র এবং ক্রেস্ট প্রদান করা হবে। সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, তুলে দিবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, আরইউমুনার প্রধান উপদেষ্টা ও রাবি লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. সাজ্জাদুর রহিম।

আরইউমুনা আয়োজিত এই সম্মেলনে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এসএটিভি, ইনডিপেনডেন্ট টিভি, জাগো নিউজ ২৪ ডট কম । রেডিও পার্টনার হিসেবে থাকবে কমিউনিটি বেতার রেডিও পদ্মা ৯৯.২ এফ.এম।

এআর-০১/১২/১২ (নিজস্ব প্রতিবেদক)