জামালপুরে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে ডুবে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর আড়াইটার দিকে শহরতলীর ছনকান্দা এলাকার ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে। সম্পর্কে তারা মামাতো-ফুপাতো ভাই।
নিহতরা হলেন- জামালপুর জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র ও ছনকান্দা এলাকার আহামিদুর রহমানের ছেলে আফিফ (১৫), দশম শ্রেনির ছাত্র রাহি ও এজাদ মিয়ার ছেলে (১৫) ও ঢাকার প্রিপারেটরি স্কুলের নবম শ্রেণির ছাত্র ও রাজা মিয়ার ছেলে রওশন (১৭)।
স্বজনেরা জানায়, বছর শেষে স্কুলের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে আসে রওশন। দুপুরে দুই মামাতো ভাই আফিফ ও রাহিসহ স্থানীয় বন্ধুদের নিয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে ফুটবল খেলতে যায় তারা। খেলা শেষে নদে গোসল করতে নামলে পানিতে ডুবে যায় ৫ জন। স্থানীয়রা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও নিখোঁজ থাকে তিন জন। পরে ফায়ার সার্ভিস এসে ঘণ্টাব্যাপি অভিযান পরিচালনা করে তিনজনের মরদেহ উদ্ধার করে।
এআর-০২/২৯/১২ (আঞ্চলিক ডেস্ক)