স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্ত ও দেশবাসীকে জানাতে চাই-আপনাদের ভয়ের কোনো কারণ নেই। সীমান্ত সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ সীমান্ত পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সীমান্ত ঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য ইতোমধ্যে কব্জায় নিয়ে নিয়েছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে এপারে তৈরি হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে অনিশ্চয়তাসহ নানা টেনশন। এমন সংকট সময়ে বাংলাদেশ এই মুহূর্তে সীমান্তের ওপারে কার সঙ্গে যোগাযোগ রাখছে সেটি স্পষ্ট করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, রাখাইন রাজ্য আরাকান আর্মির কব্জায় হলেও রাজ্যটি মূলত মিয়ানমারের। তাই সীমান্তসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ জান্তা সরকার এবং আরাকান আর্মি উভয়ের সঙ্গেই যোগাযোগ রাখছে।
রাখাইনের সংঘাতের প্রভাবে বাংলাদেশে ইতোমধ্যে ৫০ থেকে ৬০ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশ করছে দাবি করলেও তাদের বিষয়ে সরকার কি ধরণের সিদ্ধান্ত নিবে সেটি নিয়ে স্পষ্ট মন্তব্য করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তাদের এখনো নিবন্ধন করা হয়নি জানিয়ে তিনি বলেন, নতুন অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের খাবার সরবরাহ নিশ্চিত করা হচ্ছে আপাতত।
উপদেষ্টা বলেন, সীমান্ত পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ইতোমধ্যে সকল বিওপিতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। জনগণের ভয়ের কোনো কারণ নেই।
টেকনাফের বিভিন্ন সীমান্ত পরিদর্শনের পর পৌনে ২টায় পৌঁছেন নাফনদীর জালিয়ারদ্বীপ ঘেঁষা দমদমিয়াঘাটে। এসময় বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সঙ্গে ছিলেন।
এআর-০২/৩০/১২ (জাতীয় ডেস্ক)