প্রকাশ পেল ইলেকট্রোড ব্যান্ডের প্রথম গান ‘প্রণয়’।
সোমবার (৩০ ডিসেম্বর) ইলেকট্রোড ব্যান্ডের ইউটিউব চ্যানেলে ভালবাসার গল্প থেকে নেওয়া ‘প্রণয়’ শিরোনামে গানটি প্রকাশিত হয়।
গানটির কথা ও সুর করেছেন জুবায়ের এইচ রশীদ মাহী এবং ইন্তিসার মাহমুদ সচ্ছ।
ভালোবাসার মানুষের সাথে কাটানো সময়, দুরত্ব সৃষ্টি হওয়ার পরের অবস্থা ও দুজনের মাঝে সকল চাওয়া-পাওয়া প্রকাশ পেয়েছে এই গানে।
ইলেকট্রোড ব্যান্ড জানিয়েছে, প্রণয় গানটির কম্পজিশন ও রেকর্ডিং করেছেন আব্দুল্লাহ আবু সায়ীদ ও ব্যান্ডের অন্য সদস্যরা এবং মিক্সিং মাস্টারিং করেছেন আদিব আহম্মেদ।
এছাড়া মিউজিক ভিডিও কাস্টে ছিলেন, আতিকুল আতিফ, নুয়েরি জামান সেমন্তী, ভিডিওগ্রাফিতে শাহ নাওয়াজ, এডিটিং ও সিনেমাটোগ্রাফিতে ইফতেখার ইফতি, আর্টওয়ার্কে তানভীর আহমেদ এবং প্রোডাকশন ও ম্যানেজমেন্ট মাহদিউর রহমান পলক।
সদ্য প্রকাশিত গানটির প্রোমোশোনাল পার্টনার হিসেবে ছিলেন হেভি মেটাল লিরিক্স এন মিমি হাব, ব্যান্ড মিউজিক অ্যাডমিরার্স অ্যাসোসিয়েশন, মার্চেন্ডাইজ পার্টনার মেটাল ফ্রেক টি-শার্ট ও মিডিয়া পার্টনার ছিলেন রেডিও পদ্মা ৯৯.২ এফ.এম।
উল্লেখ্য, ২০২০ সালে গানের প্রতি ভালোবাসা থেকে দুই বন্ধু জুবায়ের এইচ রশীদ মাহী ও আব্দুল্লাহ আবু সায়ীদের হাত ধরে ইলেকট্রোড ব্যান্ডের পথচলা শুরু হয়। পরবর্তীতে ২০২৩ সালে বেজিস্ট হিসেবে ইন্তিসার মাহমুদ স্বচ্ছ যোগ দিলে ব্যান্ড দলে নতুন গতি পায়। এরপরে তারা সদ্য প্রকাশিত গান ‘প্রণয়’ নিয়ে কাজ শুরু করেন। বর্তমানে ইলেকট্রোড ব্যান্ডের ভোকালে আছেন জুবায়ের এইচ রশীদ মাহী। এছাড়া দলে রয়েছেন আব্দুল্লাহ আবু সায়ীদ (গীটার), ইন্তিসার মাহমুদ স্বচ্ছ (বেজ), সাদ ইবনে নূর (কী-বোর্ড) ও ফারহান শাহরিয়ার তূর্য (ড্রামস)।
এআর-০১/৩১/১২ (নিজস্ব প্রতিবেদক)