ইসরায়েলের মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন

গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে অনুমোদন দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা। এবার চুক্তিটি অনুমোদনের জন্য মূল মন্ত্রিসভায় ভোট অনুষ্ঠিত হবে। তারপর এতে অনুমোদন দেবে নেতানিয়াহু সরকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

এতে বলা হয়, এর আগেই অবশ্য, হামাসের সাথে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, ‌‘সবকিছু চূড়ান্ত হলে, যুদ্ধবিরতি কার্যকরের দিন অর্থ্যাৎ রোববার জিম্মিরা মুক্তি পাবেন। ’

এরইমধ্যে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে, নেতানিয়াহু প্রশাসন থেকে পদত্যাগ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির।

এদিকে, যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার পরও গাজায় চলছে ইসরায়েলের অমানবিক হামলা। এতে অন্তত ১১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। যার মধ্যে ২৮ শিশু ও ৩১ নারী রয়েছে। এনিয়ে ১৫ মাসে গাজায় প্রাণহানি ছাড়িয়েছে ৪৬ হাজার ৭০০।

এআর-০২/১৭/০১ (আন্তর্জাতিক ডেস্ক)