মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী সুবা নওগাঁয় উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে ‘নিখোঁজ’ স্কুলছাত্রীকে (১১) নওগাঁ থেকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মধ্যপাড়া এলাকায় স্কুলছাত্রীর বন্ধুর বাসা থেকে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করেন র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। পরে তাকে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে র‍্যাব।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ‌‘ঢাকা থেকে পুলিশ জানায় ওই কিশোরী নওগাঁ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে নওগাঁর মধ্যপাড়া এলাকায় কিশোরীর কথিত প্রেমিকের বাসায় অভিযান চালানো হয়। প্রেমিকের বাবাকে জিজ্ঞাসাবাদ করার পর স্বীকার করেন মেয়েটি তাদের কাছে আছে। এরপর পাশের বাড়ি থেকে মেয়েটিকে উদ্ধার করে পুলিশ এবং র‍্যাব। সেইসঙ্গে কথিত প্রেমিককে আটক করা হয়। এরপর র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পে তাদের দুজনকে নেওয়া হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়েটি জানিয়েছে, টিকটকে তাদের দুজনের পরিচয় হয়েছে।’

কিশোরীর স্বজনরা জানিয়েছেন, ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বাবার সঙ্গে বরিশাল থেকে ঢাকায় এসেছিল ওই ছাত্রী। গত রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে স্বজনের মোহাম্মদপুরের বাসা থেকে ফুফাতো ভাইয়ের সঙ্গে বের হয় সে। এরপর রাস্তা পার হতে গিয়ে ‘নিখোঁজ’ হয়।

ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে কিশোরীকে দেখা যায়। তবে সেখানে তার ফুফাতো ভাই ছাড়া আরেকজন ছিল।

এআর-০১/০৪/০২ (আঞ্চলিক ডেস্ক)