আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম না ব্যালট, জানালো ইসি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় অর্ধেক আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট করার সিদ্ধান্তের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। তবে এর জন্য নতুন প্রকল্প পাসের বিষয়টি ঝুলে আছে। এই প্রকল্প পাস না হলে ব্যালটেই ভোটগ্রহণ করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৮ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এই কথা জানিয়েছেন।

আগামী নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে রাশেদা সুলতানা বলেন, ইভিএম প্রকল্প খুব একটা এগিয়েছে বলে মনে হয় না। এটা আসলে খুব বেশি এগোয়নি। প্রকল্পের অর্থ প্রাপ্তিসাপেক্ষে সর্বোচ্চ ১৫০ আসনে ইভিএম ব্যবহার করবো বলে আমরা বলেছিলাম। এক্ষেত্রে প্রকল্প পাস না হলে আমাদের কাছে বর্তমানে যা আছে তাই দিয়েই ভোট করবো।

এআর-০৫/০৮/০১ (ন্যাশনাল ডেস্ক)