বিএনপির ছেড়ে দেওয়া ৬ আসনে উপনির্বাচন বুধবার

বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনে উপ-নির্বাচন বুধবার (১ ফেব্রুয়ারি)।

আসনগুলো হলো- ঠাকুরগাঁও-৩, বগুড়া-৪ ও ৬, চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ এবং ব্রাহ্মণবাড়িয়া-২। এসব আসনের উপনির্বাচনে সংসদ সদস্য পদে লড়বেন ৪০ জন। এরমধ্যে ১৭ জন স্বতন্ত্র প্রার্থী, বাকি ২৩ জন ১০টি রাজনৈতিক দলের। আসনগুলোতে মোট ভোটার ২২ লাখ ৫০ হাজারের বেশি।

সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সব কয়টি আসনে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। উপ-নির্বাচনের সব ধরণের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটগ্রহণে ইভিএম মেশিনসহ নির্বাচনি সরঞ্জামাদি নিয়ে ভোটগ্রহণ কর্মকর্তারা ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন।

ভোটের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেন, যথারীতি সব প্রস্তুতি আছে। খালি একটাই নাই সিসি ক্যামেরার ব্যবস্থা করি নাই। বাকি সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যা যা করার দরকার সব ধরণের প্রস্তুতি আমরা নিয়েছি। ইভিএমে ভোট দেওয়ার জন্য ভোটার এডুকেশন যথেষ্ট করা হচ্ছে। বুধবার সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট হবে বলে আশা প্রকাশ করেন এই কমিশনার।

এআর-০৪/৩১/০১ (ন্যাশনাল ডেস্ক)