আইরিশদের উড়িয়ে বাংলাদেশের রেকর্ড গড়া জয়

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে দাপুটে জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। টাইগারদের দেয়া ৩৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৫৫ রানে অলআউট হয় সফরকারীরা। ফলে, ১৮৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। যা নিজেদের ওয়ানডে ইতিহাসে রানের ব্যবধানে সবচেয়ে বড় জয়।

বাংলাদেশের দেয়া ৩৩৯ রানের জবাবে শুরুটা মন্দ হয়নি আয়ারল্যান্ডের। ধীরগতির ব্যাটিংয়ে ইনিংস শুরু করলেও পরে কিছুটা আক্রমণাত্মক হন আয়ারল্যান্ডের দুই ওপেনার।

১২তম ওভারে এসে উইকেটের দেখা পায় বাংলাদেশ। সাকিবের ঘূর্ণিতে প্রথম উইকেটের দেখা পায় টাইগাররা। আগের ওভারে টানা দুই চার মারা স্টিফেন ডাহনি ক্যাচ দেন উইকেটের পেছনে। ৩৮ বলে ৩৪ রান করে সাকিবের শিকার হন তিনি।

এর আগে ব্যাট করতে নেমে ৮১ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। সাকিব ও তৌহিদ হৃদয় ১২৫ রানের জুটিতে ওই বিপর্যয় সামলে দলকে বড় রানের পথে তুলে নেন।

সাকিব ফিরে যান ৮৯ বলে ৯৩ রানের ইনিংস খেলে। নয়টি চার মারেন তিনি। ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রানের কীর্তি গড়েন। অভিষেক হওয়া হৃদয় ৮৫ বলে আট চার ও দুই ছক্কায় ৯২ রান করেন। এছাড়া মুশফিক ২৬ বলে তিন চার ও তিন ছক্কায় ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন।

এআর-০১/১৮/০৩ (স্পোর্টস ডেস্ক)