প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে মঙ্গল ও বুধবার রাজধানী ছেড়েছেন ৫০ লাখের অধিক সিম ব্যবহারকারী।
বৃহস্পতিবার (২৯ জুন) বিকেলে এ তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।
মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে জানান, ঈদের ছুটিতে গত দুইদিনে অর্থাৎ মঙ্গল ও বুধবার মোট ৫০ লাখ ৪৭ হাজার ২৩ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ২৮ জুন (বুধবার) ৩১ লাখ ৪১ হাজার ৪৩০ জন সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন (মঙ্গলবার) ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৫৯৩ সিম ব্যবহারকারী।
বুধবার সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের ১৭ লাখ ৬২ হাজার ৬০৭ সিম ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এ ছাড়া রবি ৪ লাখ ৫৫ হাজার ৪৭৪ জন, বাংলালিংকের ৮ লাখ ৩২ হাজার ২৩২ এবং টেলিটকের ৯১ হাজার ১১৭ সিম ব্যবহারকারী ঢাকার বাইরে গেছেন।
দুই দিনে ঢাকা ছাড়া সিমের মধ্যে ১৯ লাখ ৯৩ হাজার ৪৯৩টি গ্রামীণফোন, ১০ লাখ ৬৬ হাজার ১১৫টি রবি, ১৭ লাখ ৮৭ হাজার ৯৮৮টি বাংলালিংক এবং ১ লাখ ৯৯ হাজার ৪২৭টি টেলিটক।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও জানান, শেষ দুই দিনে ঢাকায় প্রবেশ করেছে ১৫ লাখ ১১ হাজার সিম ব্যবহারকারী। তবে একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয় বলেও জানান মন্ত্রী।
এছাড়া শিশুসহ এমন অনেকেই নাড়ির টানে ঢাকা ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না। তাই সিম দিয়ে ঈদযাত্রায় ঢাকা ছাড়া মানুষের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব নয়। এ জন্য সংখ্যাটি ঈদযাত্রার প্রকৃত সংখ্যা নয় বলে মনে করেন মোস্তাফা জব্বার।
এআর-০৪/২৯/০৬ (ন্যাশনাল ডেস্ক)