অবরুদ্ধ গাজা উপত্যকার ক্ষমতাসীন শাসকগোষ্ঠী হামাসের সবচেয়ে রক্তক্ষয়ী হামলায় ইসরায়েলিদের প্রাণহানির সংখ্যা ৬০০ ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা হামাসের এই হামলায় আহত হয়েছেন আরও দুই হাজারের বেশি ইসরায়েলি। রোববার ইসরায়েলের গণমাধ্যমের খবরে হতাহতের এই তথ্য জানানো হয়েছে। গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৩১৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।
এদিকে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয় রোববার এক বৈঠকে বসে। বৈঠক শেষে সেখান থেকে আসে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এই তথ্য জানা যায়। এর ফলে এখন আরও শক্তিশালী হামলা চালাতে পারবে ইসরায়েলের সেনাবাহিনী।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় চলছে ইসরায়েলি বাহিনী ও হামাসের সংঘর্ষ। এ ছাড়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ পর্যন্ত এই সংঘর্ষে ৪৪ ইসরায়েলি সেনা ও ৩০ নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন।
এদিকে হামাসের সাথে লড়াইয়ে বিপর্যস্ত ইসরায়েলে শিগগিরই অতিরিক্ত সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন দ্রুতই এই সহায়তা ইসরায়েলকে দেওয়া হবে বলে জানিয়েছেন।
সিএনএনের ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে ব্লিনকেন বলেন, ইসরায়েলিরা যে সুনির্দিষ্ট অতিরিক্ত অনুরোধ জানিয়েছে আমরা তা দেখছি। আমি মনে করি আজ আরও পরের দিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
এআর-০২/০৮/১০ (আন্তর্জাতিক ডেস্ক)