হালকা মেকআপেই গর্জিয়াস হতে চাইলে

হালকা মেকআপেই

চারদিকে এখন ন্যাচারাল লুকের জয়জয়কার। ভারী মেকআপের চল অনেকটাই কমেছে বলতে হবে। সেখানে জায়গা দখল করেছে হালকা মেকআপ। সাজতে সময় কম লাগে আবার দেখতে অনন্যা, এমন মেকআপই তো চাই! চলুন জেনে নেই ঝটপট হালকা মেকআপে কিভাবে সাজবেন-

মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজ করার পর প্রথমে সারা মুখে ম্যাটিফায়িং প্রাইমার লাগিয়ে নিন। তাতে মুখ সহজে তেলতেলে দেখাবে না। তার উপর লাগান ফাউন্ডেশন। খুব ভালো করে ব্লেন্ড করুন যাতে কোনোরকম দাগছোপ না থাকে বা ফাউন্ডেশন কেকের মতো না দেখায়।

গালের উপরের হাড়ে, ভুরুর নিচে, নাকের উপরে অল্প হাইলাইটার লাগিয়ে নিন।

গালের হাড়ের নিচে নরম অংশে হালকা ব্লাশারের প্রলেপ দিন।

ভুরু খুব ভালো করে ব্রাশ করে নিন। চোখের পাতায় বাইরের দিকে হালকা কপার-ব্রাউন আইশ্যাডো লাগান। ভিতরদিকে লাগান শুধু ব্রাউন শ্যাডো। মাঝখানটায় খুব ভালো করে দুটো রং মিশিয়ে দিন যাতে খাপছাড়া না দেখায়। উপরের আইল্যাশ বরাবর কাজল পেনসিল দিয়ে খুব সরু করে রেখা টেনে নিন। আইল্যাশে মাস্কারা লাগান।

ঠোঁটে ন্যুড পিঙ্ক লিপস্টিক লাগিয়ে নিলেই আপনি তৈরি!

আরএম-২৮/০২/১২ (লাইফস্টাইল ডেস্ক)