বগলের দাগ দূর করার ঘরোয়া উপায়

বগলের দাগ

নিজের অজান্তেই অনেকের বগলে ছোপ ছোপ কালো দাগ পরে। বগলের দাগ নিয়ে নিজেই বিব্রত হওয়ায় আর কাউকে লজ্জায় বলতেই পারেন না। তবে বগলের কালো দাগ আপনার শারীরিক সৌন্দর্যহানি করে।

তবে বগলের দাগ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।কিছু ঘরোয়া উপায় মেনে চললে সহজেই এই কালো দাগ দূর করা যায়।

বেকিং সোডা ও গোলাপজল

এক টেবিল চামচ বেকিং সোডা ও এক টেবিল চামচ গোলাপজল একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে নিন।এরপর পেস্টটি বগলে মাখুন। ধীরে ধীরে চক্রাকারে ঘষে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এ ক্ষেত্রে হালকা গরম পানি ব্যবহার করবেন।

সপ্তাহে দুবার

বেকিং সোডা ও গোলাপজল ব্যবহারে নিয়মহলো এটি সপ্তাহে দুবার ব্যবহার করতে পারেন।দেখবেন ধীরে ধীরে দূর হবে আপনার বগলের কালো দাগ।

হলুদের স্ক্রাব

এক টেবিল চামচ হলুদ গুঁড়া, এক টেবিল চামচ দুধ ও এক টেবিল চামচ মধু মিশ্রণ মিয়ে পেস্ট করে নিন। এরপর একে বগলে মাখুন এবং চক্রাকারে স্ক্রাব করুন।পরে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।

উল্লিখিত বিষয়গুলো মেনে চললে দূর হবে বগলের দাগ।

আরএম-১০/০৫/১২ (লাইফস্টাইল ডেস্ক)