সুখী বিবাহিত জীবন পেতে ১০টি টিপস জেনে নিন

সুখী বিবাহিত

চীনের দার্শনিক, কূটনীতিক ও অর্থনীতিবিদ চাণক্য মানুষের স্বভাব সম্পর্কেও অনেক কিছু বলে গিয়েছেন। বিশেষ করে বৈবাহিক জীবন সম্পর্কে। ‘চাণক্যনীতি’ নীতি অনুযায়ী জেনে নিন সুখী বিবাহিত জীবন পেতে ১০টি টিপস।

স্ত্রী সুন্দরী না হলেও কোনও ক্ষতি নেই, কিন্তু তার বাবার বাড়ির পরিবার যেন ভালো হয়।

বিবাহিত জীবন সুখের করতে, স্বামী-স্ত্রী দু’জনেরই সমানভাবে অবদান থাকা উচিত। একজনের পদস্খলন হলে অন্য জনের উচিত তাকে ধরে রাখা।

এমন নারীকেই বিয়ে করা উচিত, যার সামাজিক অবস্থান সেই পুরুযের সমান বা তার থেকে কম।

যে নারী ধার্মিক নয়, তাকে বিয়ে না করাই ভালো।

যে নারী তার নিজের পরিবারের সঙ্গে ছলনা করতে পারে, বিয়ের পরে স্বামীর সঙ্গেও একই কাজ করতে পারে সে। এমন নারীকে বিয়ে না করাই ভালো।

পরিবারের অন্য মহিলা সদস্যদের সঙ্গে বিবাদ করা বা নিজের স্ত্রীর সঙ্গে তাদের নিয়ে আলোচনার ফল কখনো ভালো হয় না।

স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করলে বিবাহিত জীবন কখনই সুখের হয় না।

চাণক্যের মতে, স্বামীকে দেবতা রূপেই দেখা উচিত। তাহলেই সংসার সুখের হবে।

বিবাহিত জীবন সুখের হয় তখনই, যখন স্ত্রী সৎ ও বুদ্ধিমতি হয়।

যে নারী বাড়ির সব রকম কাজ করতে সক্ষম, তাকেই বিয়ে করা উচিত। যদিও আজকের দিনে এই বক্তব্য তর্কসাপেক্ষ।

আরএম-০৬/০৭/১২ (লাইফস্টাইল ডেস্ক)