মহিলাদের অন্তর্বাস নিয়ে ফ্যান্টাসি থেকে শুরু করে আলোচনা, সমালোচনা, পরীক্ষা-নিরীক্ষা দেদারে চললেও, চির অবহেলিত বেচারা পুরুষ অন্তর্বাস! কিন্তু নয়া গবেষণায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য!
ছেলেদের অন্তর্বাস নিয়ে সম্প্রতি গবেষণা করে হার্ভার্ড টি. এইচ স্কুল অফ পাবলিক হেলথ ৷ গবেষণার জন্য সংগ্রহ করা হয় ৬৫৬ জন পুরুষের সিমেন স্যাম্পল। খোঁজ নেওয়া হয় পুরুষদের অন্তর্বাসের বিভিন্ন ডিজাইন সম্পর্কেও ।
গবেষণায় দেখা গিয়েছে, পুরুষদের অন্তর্বাস পরার উপর নির্ভর করে শুক্রাণু বা স্পার্মের হ্রাস-বৃদ্ধির হার ৷ যে পুরুষরা ঢিলেঢালা অন্তর্বাস পরে তাঁদের স্পার্ম কাউন্ট অনেক বেশি ৷ তুলনায় যাঁরা আঁটসাট অন্তর্বাস পরেন তাঁদের স্পার্ম কাউন্ট যথেষ্ট কম।
গবেষকদের মত, বয়ঃসন্ধির সময়ে বিশেষ করে আঁটসাট অন্তর্বাস পরা উচিত নয়। স্পার্ম কাউন্ট কমে যায়, যা পরবর্তীকালে ডেকে আনতে পারে পুরুষত্বহীনতা ৷
রাতে ঘুমের সময় কখনওই অন্তর্বাস পরা উচিত নয়। এতে শুক্রাণু উৎপাদন ক্ষতিগ্রস্ত হয় ৷
আরএম-০৪/০৮/১২ (লাইফস্টাইল ডেস্ক)