কোন কোন সময় আত্মারা আপনার কাছে অাসে ?

ভূত আছে কী নেই, তা নিয়ে তর্ক-বিতর্ক, পরীক্ষা নিরীক্ষা, আলোচনা-সমালোচনা… কোনওকিছুরই কোনও কমতি নেই! কিন্তু আজ পর্যন্ত কেউ কোনও ‘ক্লাইম্যাক্স’-এ আসতে পারেননি! তবে, গবেষণা জারি রয়েছে! পরলোক বিশেষজ্ঞদের একাংশের দাবি, আত্মারা আছে এবং আপনার কাছে তাঁরা আসেও! কিন্তু কখন ?

ভোর রাতে যখন আপনি গভীর ঘুমে তখন আত্মারা আপনার কাছে আসে। অনেক ক্ষেত্রে সেই সময়কার স্বপ্নে অচেনা মানুষকে দেখেন আপনি। হয়তো তাদের মধ্যেই থাকে তারা। প্যারানর্মাল বিশেষজ্ঞদের মতে, রাত ৩টে থেকে ভোর ৫টার মধ্যেই সাধারণত এমনটা ঘটে।

যখন আপনি একা, কোনও মনকষ্টে ভুগছেন, আপনার প্রিয়জনের আত্মা আপনার কাছে আসে! আপনি দেওয়ালে কোনও ছায়াশরীরও দেখতে পারেন। এতে ভয় পাওয়ার কিছু নেই, আত্মা আপনার কোনও ক্ষতি করবে না।

পারিবারিক উৎসব বা শুভ কাজের সময়ে পূর্বপুরুষের আত্মারা ছেড়ে যাওয়া পারিবারিক পরিসরে ফিরে আসে।

বংশধরদের কোনও বড় বিপদ হলে পূর্বপুরুষের আত্মারা ফিরে আসেন। তাঁদের পাশে দাঁড়ায়, নানাভাবে উপকারের চেষ্টা করেন।

আরএম-০৪/১১/১২ (লাইফস্টাইল ডেস্ক)