শীতকালে কি চুলে তেল দেওয়া উচিত নাকি নয়? জেনে নিন

শীতকালে কি চুলে

শীতকালে চুল রুক্ষ হয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা৷ শুষ্ক আবহাওয়ার জন্য চুল আর্দ্রতা হারায়৷ চুলের আর্দ্রতা ফেরাতে অয়েল মাসাজ করা প্রয়োজন হলেও খুস্কির সমস্যার জন্য অনেকেই তেল দিতে ভয় পান৷ জেনে নিন অয়েল মাসাজ কেন প্রয়োজন শীতে৷

চুল তৈরি প্রোটিন দিয়ে৷ চুলের বৃদ্ধির জন্য ভিটামিন ও অন্যান্য পুষ্টির প্রয়োজন৷ তেল ভিটামিনের কাজ করে সেই পুষ্টি জোগায়৷ শীতকালে যারা চুল ওঠার সমস্যা ভোগেন তারা তাই অয়েল মাসাজ করলে উপকার পাবেন৷

শীতকালে চুল ওঠার প্রধান কারণ স্ক্যাল্প শুষ্ক হয়ে গিয়ে চুলের গোড়া দুর্বল হয়ে যাওয়া৷ অয়েল মাসাজ চুলের গোড়ায় পুষ্টি জুগিয়ে চুলের গোড়া শক্ত করে৷

চুলের গোড়ায় ন্যাচারল অয়েল উৎপন্ন হয়৷ যা চুলের আর্দ্রতা বজায় রাখে৷ শীতকালে বাতাসের আর্দ্রতা কমে গেলে চুল ডিহাইড্রেটেড হয়ে যায়৷ এই সময় চুল রক্ষা করতে ও হাইড্রেট করতে অয়েল মাসাজ প্রয়োজন৷

শীতকালে চুল আর্দ্রতা হারায় বলে দেখতে নির্জীব লাগে৷ অয়েল মাসাজ চুলের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে৷ চুল দেখতে স্বাস্থ্যোজ্জ্বল লাগে৷

শীতকালে ইনফেকশন, অ্যালার্জির ঝুঁকি বেড়ে যায়৷ এই সময় খুস্কি থেকেও ছড়িয়ে পড়তে পারে ইনফেকশন৷ ইনফেকশনের সমস্যা দূরে রাখতে পারে অয়েল মাসাজ৷

শীতকালে ধুলো, ময়লা বেশি থাকার কারণে খুস্কি হয় মাথায়৷ আর চুল পড়ার সবচেয়ে বড় কারণ খুস্কি৷ অয়েল মাসাজ স্ক্যাল্প শুষ্ক হয়ে যাওয়া রোধ করে খুস্কি কমাতে সাহায্য করে৷

পরিবেশ দূষণ, অস্বাস্থ্যকর লাইফস্টাইলের জন্য অল্প বয়সে চুল পাকার প্রবণতা ক্রমশই বাড়ছে৷ শুধু শীতকাল নয়, সারা বছরই অয়েল মাসাজ করলে এই প্রবণতা আটকাতে পারবেন৷

হালকা গরম তেল মাথায় মাসাজ করলে রক্ত সঞ্চালন ভাল হয় মাথায়৷ স্ট্রেস দূর করে রিল্যাক্স করতে সাহায্য করে৷

আরএম-০৫/১৫/১২ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: নিউজ১৮)