নীল ছবিতে মজে আছে ভারতীয়রা। রাখঢাক না রেখে সাফ জানিয়ে দিচ্ছে সমীক্ষা। পর্নহাবের নয়া তালিকায় জানা যাচ্ছে, ভারতীয়দের গোপন পছন্দের ফিরিস্তিও। জেনে নিন কোন পর্নস্টারদের সবচেয়ে পছন্দ করেন ভারতীয়রা।
সানিতে আজও মজে ভারতীয় পর্ন আসক্তরা।
মিয়া খলিফা তাদের দ্বিতীয় পছন্দ।
পিছিয়ে নেই বিখ্যাত আমেরিকান পর্ন তারকা ড্যানি ড্যানিয়েলও।
ভারতীয়দের বিচারে পাঁচে আছেন মিয়া মালকোভা।
ভ্যালেন্তিনা ন্যাপিকে পছন্দ করেন অনেকে।
ক্যাসিডি ব্যাঙ্কসকেও প্রচুর নম্বর দেন ভারতীয়রা।
‘আইএফএল পর্ন’ নামক সংস্থাটি নিজস্ব সমীক্ষায় অবশ্য সবার থেকে এগিয়ে রেখেছেন ভিক্টোরিয়া জুন।
আরএম-০৯/১৭/১২ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)