একটি মিশ্রণে ২০ মিনিটে দূর হবে ব্লাক হেডস

একটি মিশ্রণে

আমাদের ত্বকে প্রতিনিয়তই ময়লা জমে। সঠিকভাবে এ ময়লা পরিষ্কার করা না হলে এর ওপর আরও তেল ও ময়লার পড়তে থাকে। এক সময় তা বাতাসের সংস্পর্শে এসে অক্সিডাইযড হয়ে ব্ল্যাক হেডসের রূপ নেয়।

শুরু থেকে সচেতন না হলে এটি এক রকম স্থায়ী হয়ে বসে যায় আপনার ত্বকে।

বিশেষজ্ঞদের মতে, ত্বকের নিয়মিত পরিচর্যা করা না হলে আমাদের ত্বকের লোমকূপে মৃতকোষ, তৈলাক্ততা, মেকআপ, বাইরের ধুলো-ময়লা জমে লোমকূপগুলো বন্ধ হয়ে যায়। যে লোমকূপের আকার একটু বড় তার উপরিভাগের অংশে আলো-বাতাসের সংস্পর্শে এসে এই তেল-ময়লাগুলো কালচে হয়ে যায়। যাকে আমরা ব্ল্যাক হেডস বলে থাকি।

চর্ম রোগের মধ্যে ব্লাক হেডস একটি মারাত্মক সমস্যা। তবে চেহারা অপরিষ্কার থাকলেই শুধু এ ধরনের সমস্যা দেখা দেয়, এ ব্যপারটা আসলে তেমন নয়।

তৈলাক্ত এবং শুষ্ক উভয় স্কিনেই এ সমস্যা দেখা দিতে পারে। অনেক কিছু ব্যবহার করেও কোনও উপকার পাওয়া যায় না।

তবে অল্প চেষ্টায় একটি মিশ্রণে মাত্র ২০ মিনিটে আপনি ব্লাক হেডস থেকে মুক্তি পেতে পারেন। আসুন ওই মিশ্রণ তৈরির প্রস্তুত প্রণালী জেনে নিই :

মিশ্রণ তৈরির উপকরণ

সুজি এক চা চামুচ, মধু এক চা চামুচ, খাঁটি দুধ এক চা চামুচ, লেবুর রস এক চা চামুচ।

প্রস্তুত প্রণালী ও ব্যবহার

উপরের সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে ফেলতে হবে। এরপর তা মুখে লাগাতে হবে। বিশেষ করে যে সব স্থানে ব্ল্যাক হেডস আছে। এর পর ওই স্থানে আস্তে আস্তে আঙ্গুলের ডগা দিয়ে ম্যাসেজ করতে হবে। ২০ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

এবার আয়নায় নিজেকে দেখুন, এ মিশ্রণে আপনার মুখের তৈলাক্ততা ও ব্ল্যাক হেডস কেমন চটজলদি দূর হয়ে গেছে।

আরএম-২৬/১৭/১২ (লাইফস্টাইল ডেস্ক)