৬০ সেকেন্ড সময় আছে? তাহলেই করে ফেলেছেন বাজিমাৎ!

৬০ সেকেন্ড

দাম্পত্য কলহ নাকি সম্পর্কে অবনতি? অথবা অন্যের মন পেতে মরিয়া? অনেক তো পকেট হালকা করে নানা উপায় অবলম্বন করেছেন…কিন্তু ৬০ সেকেন্ডই যে যথেষ্ট ড্যামেজ কন্ট্রোলের জন্য, তা কি জানেন? তাহলে একবার চোখ বুলিয়ে নিন নীচের লেখাতে…

১) ৬০ সেকেন্ডের ‘জাদু কি ঝপ্পি’

সঙ্গীর অভিমান ভাঙতে চান, তাহলে টাকা নয়, খরচ করুন মাত্র ৬০সেকেন্ড৷ পার্টনারকে পুরো ৬০সেকেন্ডের জাদু কি ঝপ্পি( উষ্ণ আলিঙ্গন ) দিন, আর তফাৎ দেখুন তখনই৷ এর পেছনে অবশ্য রয়েছে বৈজ্ঞানিক কারণ৷ সে সব ভারি কথা অবশ্য পরে বলা যাবে৷ আপাতত আপনি মন দিন বাকি টিপস্ গুলোতেও৷

২) প্রেমের কয়েক কলি মুঠোফোনে…

স্মার্ট ফোনের যুগে সব কিছুই হতে হবে স্মার্ট৷ প্রেমও৷ তাই আপনি আপনার সঙ্গীকে নিঃশব্দে ভালোবেসে গেলে চলবে না৷ তা ব্যক্ত করুন সোশ্যাল মিডিয়ার সাহায্যে৷ আপনাদের সুন্দর মুহুর্ত(যা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা যায়) থেকে, দু’জনের সুন্দর ছবি, ভালো করে এডিট করে তুলে ধরতেই পারেন, আর এসব করতে মনে হয় না ৬০ সেকেন্ডের বেশি সময় লাগবে!

৩) একেবারে ‘গোপাল বড় সুবোধ বালক’ হয়ে যান

আপনার সঙ্গীর পছন্দ-অপছন্দ নিশ্চয় আপনি জানেন৷ তাঁর পছন্দের খাবার চট করে অর্ডার দিয়ে, ডিনারে তাকে সারপ্রাইজ দিতে পারেন৷ অনেক বড় বড় সমস্যার সমাধান কিন্তু ভালো খাবারের মাধ্যমে করে ফেলতে পারেন৷

৪) ‘চোখে চোখে কথা বল’

সম্পর্ক গভীর হতে, কথাবার্তার থেকে অনেকসময় নীরবতা অনেক বেশি কাজ করে৷ এই যেমন একে অন্যের চোখে চোখ রাখুন মাত্র ৬০সেকেন্ড৷ পরিবর্তন পাবেন হাতেনাতে৷ কি বিশ্বাস হচ্ছেনা? করেই দেখুন না৷

৫) প্রশংসা যেখানে শেষ কথা…

অভিযোগের মাত্রা কমিয়ে, সঙ্গীর প্রশংসা করুন৷ প্রয়োজনে মিথ্যে প্রশংসাও অনেকে করে থাকেন, যা অনেক সময় বড় বড় অভিমানের পাথর ভেঙে টুকরো টুকরো করে দেয়৷ তাই একবার আপনিও এ টোটকা প্রয়োগ করে দেখতে পারেন৷

অবশ্য সব কিছুরই ব্যতিক্রম আছে৷ সকলের ক্ষেত্রেই যে সবকিছু সফল হবে তা যেমন বলা যায় না, তেমনই তা যে ব্যর্থ হবে তাও কিন্তু বলা যায় না৷ কি তাই না?

আরএম-২৯/১৭/১২ (লাইফস্টাইল ডেস্ক)