এই খবর পড়ার পরে সিঙ্গল পুরুষের বিছানায় যেতে গা ঘিনঘিন করবে

এই খবর পড়ার

সিঙ্গল পুরুষের বিছানায় বসে আড্ডা দেন? পারলে একটু গড়িয়েও নেন নিশ্চয়ই? কিন্তু এই খবর পড়লে নিশ্চিতভাবেই এবার থেকে সতর্ক হয়ে যাবেন।

ব্রিটেনের আর্গোফ্লেক্স নামে একটি সংস্থা সিঙ্গল পুরুষদের নিয়ে গবেষণা চালিয়েছিল। যা দেখা গিয়েছে, তাতে চমকে উঠবেন।

সিঙ্গল পুরুষদের জীবনযাপন নিয়ে গবেষণাটি করা হয়েছিল। দেখা গিয়েছে, গড়ে একজন সিঙ্গল পুরুষ তাঁর বিছানার চাদর বছরে মাত্র চারবার কাচেন! গবেষণার কথা যখন পুরুষদের বলা হয়েছিল, তাঁদের উত্তর ছিল, ‘‘তাতে কী?’’ অথচ, মহিলারা একবাক্যে বলেছেন, ‘‘ডিসগাস্টিং!’’

‘‘আর্গোফ্লেক্স’’-এর জেড ম্যাকইওয়ান বলেছেন, ‘‘বেসিক হাইজিন বলতে যা বোঝায়, সিঙ্গল পুরুষদের মধ্যে তার খামতি চোখে পড়ার মতো। এই কুঅভ্যাসের ফলে অ্যাজমা, অ্যালার্জির মতো নানা অসুখ পর্যন্ত হতে পারে।’’

১৮ থেকে ২৫-এর মধ্যে সিঙ্গল পুরুষরা স্বীকার করেছেন, তাঁরা গড়ে বছরে তিনবার বিছানার চাদর পাল্টান। তবে ৩৫ থেকে ৫০-এর মধ্যে সিঙ্গল পুরুষরা তুলনায় অনেকটা ‘সুস্থ’। তাঁরা সপ্তাহে একবার চাদর পাল্টান।

আরএম-৩০/১৭/১২ (লাইফস্টাইল ডেস্ক)