নতুন বছরকে ঘিরে কিছু মজার প্রথা

নতুন বছরকে ঘিরে

নতুন বছরকে ঘিরে সকলেরই কিছু না কিছু চাওয়া বা স্বপ্ন থাকে৷ আর সেই স্বপ্ন পূরণকে কেন্দ্র করে বিভিন্ন দেশে রয়েছে নানা প্রথা৷ ছবিঘরে থাকছে সেরকমই কিছু মজার প্রথার কথা৷

ইটালিয়ানরা রোমান্টিক বটে !

ইটালিতে রোমান্টিক পুরুষরা তাদের প্রেমিকা বা স্ত্রীকে লাল রং- এর ব্রা-প্যান্টি উপহার দেন৷ আর এই লাল পোশাক পরে নারীরা সৌভাগ্যকে কাছে টানার আকাঙ্খায় নববর্ষকে বরণ করেন৷ তবে মজার ব্যাপার যে, এই অন্তর্বাস কিন্তু কেবল বছরের শেষ রাত বা একবার পরার জন্যই কেনা হয়৷ কারণ সেদেশের রীতি অনুযায়ী পরের দিন সকালেই এই পোশাক ফেলে দেয়া হয়৷

বাঁশগাছ

চীনে কচি বাঁশগাছকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়ে থাকে এবং প্রিয়জনদের সৌভাগ্য কামনা করে এই ‘লাকি ব্যাম্বুস’ উপহার দিয়ে থাকেন৷ তবে চীনাদের বাঁশগাছ উপহার দেয়ার প্রভাব আজকাল জার্মানদের মধ্যে চোখে পড়ে৷ তাই নববর্ষের আগে জার্মানির ফুলের দোকানগুলোতে এই গাছ দেখা যায়৷

ব্রাজিল

মধ্যরাতে সমুদ্র সৈকতগুলিতে হাজার হাজার ব্রাজিলিয়ান সাদা পোশাক পরে গোসল করেন, জাম্প দেন৷ পানিতে জাম্পের প্রতিটি তরঙ্গের সাথে নতুন বছরের জন্য কিছু কামনা করতে পারেন বলে বিশ্বাস করেন তাঁরা৷ এছাড়া নববর্ষের আগের দিন ব্রাজিলিয়ানরা সাগরের দেবীকে সম্মান জানাতে পানিতে ফুল ছোড়েন এবং ঐতিহ্যগতভাবে নববর্ষকে বরণ করতে ব্রাজিলে সাদা পোশাক পরা হয়৷

কেকের ভেতরে এক পয়সা !

নতুন বছরের জন্য একটি কেক বানানো হয় আর সে কেকের ভেতর দেয়া হয় এক পয়সার একটিমাত্র কয়েন৷ কেক খাওয়ার সময় কয়েনসহ কেকের টুকরোটি যার মুখে পড়বে, তাকেই সবচেয়ে সৌভাগ্যবান বলে মনে করেন গ্রিকরা৷

পাতাগাছ

এই পাতা গাছটি হয়তো অনেকেরই চেনা, বিভিন্ন জায়গায় অযত্নেও জন্মে থাকে৷ সৌভাগ্যের প্রতীক হিসেবে বহু জার্মান প্রিয়জনদের এই গাছ উপহার দিয়ে থাকেন৷ এই পাতা গাছে সাধারণত তিন থেকে চারটি পাতা থাকে৷ তবে যার ভাগ্যে চারপাতার গাছ পড়ে, তার ভাগ্য ‘বেশি ভালো’ বলেই মনে করেন জার্মানরা৷

বারো মিনিটে ‘১২টা’ আঙুর

৩১ ডিসেম্বর রাত ১২টা বাজার ঠিক ১২ মিনিট আগে, যে ব্যাক্তি ১২টা আঙুর খেতে পারবে , নতুন বছর তার জন্য সৌভাগ্য বয়ে আনবে বলে বিশ্বাস করেন স্প্যানিশরা৷

আরএম-২০/০১/০১ (লাইফস্টাইল ডেস্ক)