স্বমেহনের নতুন খেলনা বাজারে, ৬৪০০ মিনিট নীল ছবি দেখার ফল হাতে নাতে

স্বমেহনের নতুন খেলনা

নীল ছবি নিয়ে গবেষণার ফল হল একটি খেলনা। সেটি চলবে অত্যাধুনিক পদ্ধতিতে।

মার্কিন যুক্তরাষ্ট্রের একদল গবেষক ১০৮ ঘণ্টার নীল ছবির ফুটেজ দেখে তৈরি করলেন নতুন সেক্স টয়— ‘অটোব্লো’। এটি চলবে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করে। নির্মাতাদের দাবি, বিশ্বে এই পদ্ধতিতে তৈরি এটিই প্রথম সেক্স-খেলনা।

বোতলের মতো দেখতে এই খেলনাটি আসলে একটি রোবটের মতো কাজ করবে। পিএচডি রোবোটিক ইঞ্জিনিয়র ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিজ্ঞানীরা গবেষণা করে আবিষ্কার করেছেন, কী ভাবে ব্লো-জব ও স্বমেহন আনন্দ দেয় মানুষকে। এর জন্য তাঁরা নীল ছবির ফুটেজ দেখেছেন প্রায় পাঁচ দিন ধরে।

সেই গবেষণার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে এই যন্ত্রটি। যন্ত্রটির উপরিভাগ একটি মহিলার মুখের মতো। সেটির মধ্যে লিঙ্গ প্রবেশ করিয়ে, সেটিংস ঠিক করে ছেড়ে দিলেই হল। বাকি কাজ করবে যন্ত্রটি।

বিভিন্ন মাপের লিঙ্গের এবং বিভিন্ন ধরনের অরগ্যাজমের জন্য তৈরি করা হয়েছে ‘অটোব্লো’।

এর আগেও স্বমেহন এবং ব্লো-জবের জন্য সেক্স-খেলনা তৈরি হলেও তাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয়নি। এটিতে যন্ত্রটি নিজেই বুঝে নেবে ব্যবহারকারীর চাহিদা।

এখনও যন্ত্রটির পেটেন্ট নেওয়া হয়নি। তবে ২০১৯ সালের মে মাসের মধ্যে যন্ত্রটি বাজারে এসে যাবে বলেই দাবি নির্মাতা সংস্থার।

আরএম-১১/০৬/০১ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)