পেটে নয়, পিঠে চকোলেট । দেহ পরিচর্যায় সুন্দরী বিন্দু

পিঠে চকোলেট

মাসাজের উপাদান তরল চকোলেট। তাই দিয়েই পিঠের পরিচর্যায় মডেল বিন্দু। জানুন ‘চকোলেট মাসাজ’-এর নানা বিষয়।

এই মাসাজে খাঁটি তরল চকোলেট ব্যবহার করা হয়।

হালকা গরম অবস্থায় চকোলেট গায়ের উপর ঢালা হয় বা মাখানো হয়।

মাসাজের উপাদান।

নির্দিষ্ট ছন্দে এই লেপনের কাজ করতে হয়।

‘চকোলেট মাসাজ’ ত্বকের জন্য উপকারী তো বটেই, তা ছাড়াও স্ট্রেস দূর করতে বা টেনশন কাটাতেও বিশেষ উপযোগী বলে মনে করা হয়।

মাসাজটি হয় ভারতের কলকাতার একটি স্পা-এ।

কলকাতায় অনেক বছর ধরেই এই মাসাজ পাওয়া যায়।

বিন্দুর এই ফোটোশ্যুটও কয়েক বছর আগের।

আরএম-০৭/১১/০১ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: এবেলা)