ঠিকঠাক ব্রা পরছেন তো? জেনে নিন অন্তর্বাস কেনার খুটিনাটি

ঠিকঠাক ব্রা

পুজোর মরসুম মানেই শপিং মরসুম ৷ বাকি মাত্র ১৯ দিন ৷ তাই ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে পুজোর শপিং ৷ ফলে নিউ মার্কেট থেকে গড়িয়াহাট, হাতিবাগান। সর্বত্র জমে উঠেছে পুজোর বাজার। শপিং লিস্টে জামা কাপড়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হল লঁজারি যা ছাড়া ওয়ার্ডরোব অসম্পূর্ণ। শুধু পোশাক সুন্দর হলেই চলবে না ৷ তার সঙ্গে পরতে হবে সঠিক অন্তর্বাস ৷ সঠিক ব্রা না পরলে যেমন তা শরীরের পক্ষে ক্ষতিকারক তেমনই মুড উপরেও তার প্রভাব পরে ৷ তাই বাইরে যাওয়ার পাশাপাশি বাড়িতে থাকলেও পরুন আরামদায়ক লঁজারি।

পুজোর শপিংয়ে গিয়ে সময় রাখুন লঁজারির জন্য ৷ কেনার সময় কেবল সাইজ নয় আরও বেশ কয়েকটি বিষয়েও নজরে দিতে হয় ৷ একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে প্রায় ৮৫% নারী ভুল সাইজের ব্রা পরে থাকেন ৷ আপনিও কী তাদের মধ্যে পড়েন ?  আপনার জন্য ঠিক ব্রা কোনটি এইভাবে জেনে নিন

১. শুধু কাপ সাইজ নয় ৷ ব্রা কেনার সময় খেয়াল রাখুন স্ট্র্যাপের উপরেও ৷

২. ব্রা কেনার সময় একবার সাইজ মেপে নিন ৷ আমাদের ওজন বাড়তে বা কমতে থাকে ৷ সেই অনুযায়ী ব্রায়ের সাইজও বদল করা উচিৎ ৷ বেশি টাইট ব্রা-কে স্তন ক্যান্সারের জন্য দায়ী মনে করেন বিশেষজ্ঞরা। তাই আন্দাজে ব্রা কিনবেন না ৷

৩. ব্রা কিসের তৈরি সেদিকেও নজর দিন ৷ বেশিক্ষণ সিনথেটিক ব্রা পরলে তা ত্বকের পক্ষে ক্ষতিকারক ৷ সাথে গরমের দিয়ে বাড়তি অস্বস্তি তো আছেই। নিয়মিত পরার জন্য সুতির ব্রা-ই ভালো।

৪. একই ব্রা সপ্তাহে দুই তিনদের বেশি পরবে না ৷ ইল্যাস্টিককে কয়েকদিন বিশ্রাম দিলে এর ইল্যাস্টিসিটি আবার আগের মত হয়ে যায় কিছুটা। তাই বেশিদিন ব্যবহার করা যেতে পারে ব্রা ৷

৫. এছাড়া কী টাইপের জামা পরছেন তার উপরে ব্রা নির্বাচন করুন ৷ সমস্ত রকমের জামা কাপড়ের সঙ্গে পরার জন্য কিনুন টিশার্ট ব্রা ৷

৬. লো-নেক ড্রেস বা লো-নেক ব্লাউজের জন্য পুশ-আপ ব্রা পরা উচিৎ ৷ যাদের স্তন তেমন ভারী নয় তারা প্যাডেড ব্রা ট্রাই করতে পারেন ৷

৭. স্যাগিংয়ের সমস্যা থাকলে ওয়্যার দেওয়া পুশ-আপ ব্রা পরলে ব্রেস্টের শেপ সুন্দর লাগবে ৷

৮. জিম, জগিং, খেলাধূলা বা য়োগা করার সময় অবশ্যই পরুন স্পোর্টস ব্রা ৷

৯. শরীরকে সুন্দরভাবে শেপ-আপ করার জন্য করসেট ট্রাই করতে পারবেন ৷

আরএম-২০/১০/০২ (লাইফস্টাইল ডেস্ক, সূত্র: নিউজ১৮)