ঘাড়ের কালো দাগ দূর করে যে তিন উপাদান

ঘাড়ের কালো দাগ

ঘাড়ের কালো দাগ নিয়ে আর চিন্তা নেই। নিয়মিত ওটস, টকদই আর লেবুর রস ব্যবহারে দাগ দূর হয়ে ঘাড়ের ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।

কীভাবে এই তিনটি উপাদান ব্যবহার করবেন সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে জীবনধারাবিষয়ক ভারতীয় ওয়েবসাইট বোল্ডস্কাই-এর লাইফস্টাইল বিভাগে। এজনজরে চোখ বুলিয়ে নিন।

যা যা লাগবে

দুই টেবিল চামচ ওটস, দুই টেবিল চামচ টকদই ও কয়েক ফোঁটা লেবুর রস। ওটস প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে, যা ত্বকের মরা কোষ দূর করতে কার্যকর। অন্যদিকে টকদই ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। আর লেবুর রস কালচে দাগ দূর করে ত্বক উজ্জ্বল করে। এ ছাড়া এই উপাদানটি প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে, যা ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর করে।

যেভাবে ব্যবহার করবেন

প্রথমে একটি বাটিতে ওটস, টকদই ও লেবুর রস মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করুন। এই প্যাক পুরো ঘাড়ে লাগিয়ে কিছুক্ষণ ম্যাসাজ করুন। ২০ মিনিট অপেক্ষা করুন। এবার হালকা গরম পানি দিয়ে ঘাড় ধুয়ে ফেলুন।

পরামর্শ

১. এই প্যাক ব্যবহারের পর ঘাড়ে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

২. প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে এই প্যাক ব্যবহার করুন।

৩. ঘাড়ে ম্যাসাজের সময় হালকাভাবে ম্যাসাজ করবেন। জোরে ঘষবেন না।

আরএম-১৮/১৬/০২ (লাইফস্টাইল ডেস্ক)