জীবনসঙ্গীকে খুশি রাখার ১০ উপায়

জীবনসঙ্গীকে খুশি

একটি সম্পর্কের স্থায়ীত্ব ও সুখী জীবন নির্ভর করে সঙ্গীকে খুশি রাখার উপর। সঙ্গী আপনার সাথে খুশি রয়েছেন কিনা সম্পর্ক ধরে রাখতে তা অনেক বেশি জরুরি।

মনে রাখবেন মানুষের খুশি থাকা একটি মানসিক অনুভূতি। তাই সঙ্গীকে খুশি করতে, সুখী রাখতে আপনাকে যে সব সময় অনেক টাকা খরচ করতে হবে তা নয়। ছোট ছোট কাজের মাধ্যমেও আপনি আপনার সঙ্গীকে খুশি রাখতে পারেন।

আপনার কাজের মধ্যেই ‍যদি তিনি নিজের খুশি খুঁজে নিতে পারেন তাহলে আপনার খুব বেশি কষ্ট করতে হবে না। অনেক কিছুই পেয়ে যাবেন নিমিষেই।

১. সঙ্গীর প্রশংসা করুন: মানুষ প্রশংসা অনেক বেশি পছন্দ করে, তাই যদি সঙ্গীকে খুশি রাখতে চান তাহলে তার প্রশংসা করুন বিনা দ্বিধায়। স্ত্রীর রান্না কোনো কারণে একদিন খারাপ হতেই পারে, সেটা নিয়ে খোঁটা না দিয়ে হাসি মুখে খান। হয়তো আপনি দেখানোর জন্য মিথ্যা বলবেন, কিন্তু তিনি নিশ্চিতভাবে খুশিই হবেন।

২. সঙ্গীকে সময় দিন: ভালোবাসার প্রকাশ অনেক দামী উপহারের মাধ্যমে হবে না। নারী বা পুরুষ উভয়েই সঙ্গীর কাছ থেকে দামী উপহার নয় বরং সময় আশা করে থাকেন। আপনি নিজের টাকা খরচ করে ভালোবাসা প্রকাশ না করে সময় ব্যয় করেই দেখুন না সঙ্গী খুশি হন কিনা।

৩. বিশ্বাস করতে শিখুন: সম্পর্কের জন্য বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। আস্থাহীন সম্পর্ক টিকে থাকে না। সঙ্গীকে বিশ্বাস করুন, তার কথার মূল্যায়ন আপনাদের সুন্দর জীবনের স্বার্থেই করা উচিত।

৪. সঙ্গীর পছন্দ অপছন্দের খোঁজ রাখুন: মানুষ সবসময়েই প্রিয়জনের মনোযোগ চান। আপনার সঙ্গীও চান আপনি তার পছন্দ অপছন্দের ব্যাপারটি লক্ষ্য করুন। কারণ এর মাধ্যমেই তিনি বুঝে নিতে চান আপনি তাকে কতোটা ভালোবাসেন, কতোটা খেয়াল রাখেন। আপনার এই সামান্য কাজই আপনার সঙ্গীকে অনেক বেশি খুশি রাখবে।

৫. পুরনো সমস্যাকে ভুলে যান: পুরনো সমস্যাকে নতুন করে সামনে আনবেন না। অতীতের এই সব কথা সম্পর্কের জটিলতা বাড়ায়। তাই সম্পূর্ণভাবেই অতীতের এইসব সমস্যাকে এড়িয়ে যেতে চেষ্টা করুন।

৬. রান্না করুন: রান্না করার বিষয়টি কিন্তু নারী-পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য। নারীরা পছন্দের খাবার রান্না করে খাওয়ালেই পুরুষ সঙ্গীটি অনেক বেশি খুশি থাকবেন। এবং পুরুষেরাও এই কাজটি করতে পারেন। যদি পছন্দের খাবার নাও রাঁধতে পারেন তারপরও সঙ্গীকে সারপ্রাইজ করতে কিছু রান্না করে সামনে এনে দিলেই সঙ্গিনী অনেক খুশি হয়ে যাবেন।

৭. রোমান্টিক হোন: নারী এবং পুরুষ মুখে প্রকাশ না করলেও রোমান্স পছন্দ দু’পক্ষেরই। তাই একটু হলেও রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। রোমান্টিকতা সঙ্গীকে খুশি করার পাশাপাশি আপনাদের সম্পর্ককেও অনেক বেশি গভীর ও মজবুত করে তুলবে।

৮. হঠাৎ করে একটি উপহার: কোনো উপলক্ষ থাকলে তো একে অপরকে উপহার দেয়াই হয়। কিন্তু এর বাইরেও সঙ্গীর কথা মনে করে ছোট্ট কিছু নিয়ে এলেন, তাকে সারপ্রাইজ করে দিলেন, এতেও সঙ্গী অনেক বেশি খুশি হবেন। এরজন্য অনেক খরচ করার প্রয়োজন নেই। একটি ফুল বা ছোট্ট একটি কার্ডই যথেষ্ট।

৯. মাঝে মাঝে বেড়াতে যান: সময় পেলে সপ্তাহে অন্তত একবার হলেও সঙ্গীকে নিয়ে কোন জায়গা থেকে বেড়িয়ে আসুন। এটা সম্পর্ককে শক্ত রাখতে ম্যাজিকের মত কাজ করে।

১০. একে অপরের কাজে সহযোগিতা: একে অপরের কাজে সহযোগিতা করার বিষয়টি সম্পর্ক অনেক বেশি মজবুত করে তোলে, সেই সাথে সাহায্য পেয়ে সঙ্গীও অনেক বেশি খুশি থাকেন। যদি কাজে সাহায্য না করতে পারেন মানসিকভাবে সঙ্গীকে সাপোর্ট করেও সাহায্য করতে পারেন। এতেও সঙ্গী খুশিই হবেন।

আরএম-০৯/৩০/০৩ (লাইফস্টাইল ডেস্ক)