ডিটারজেন্ট নয়, সহজ উপায়ে কাপড় থেকে দূর করুন চা-কফির দাগ

ডিটারজেন্ট নয়

জামা কাপড় থেকে চা-কফির দাগ তুলতে গিয়ে রীতিমতো হিমসিম খেতে হয়! হাজারও ব্র্যান্ডেড ডিটারজেন্টও কাজে দেয় না! উলটা ডিটারজেন্টে থাকা কেমিক্যালে পোশাকের মেটিরিয়াল ক্ষতিগ্রস্ত হয়! তাহলে কী করবেন? টেনশন দূর করুন! ডিটারজেন্ট নয়, সহজ কয়েকটা ঘরোয়া পদ্ধতিতেই পোশাক থেকে নাছোড়বান্দা দাগ দূর করুন–

টুথপেষ্ট: চায়ের দাগের ওপর সামান্য পরিমাণে টুথপেষ্ট লাগিয়ে মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন। কিছু ক্ষণের মধ্যেই দাগ উঠে যাবে।

ডিমের সাদা অংশ: আধ-সিদ্ধ ডিমের সাদা অংশ ফাটিয়ে, দাগের ওপর লাগিয়ে আলতো করে ঘষুন। দুই মিনিট অপেক্ষা করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ গায়েব!

বেকিং সোডা: চা, কফির দাগের ওপর ১ চা চামচ বেকিং সোডা দিয়ে ভাল করে ঘষুন। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ উঠে গিয়েছে।

ভিনিগার: কয়েক কাপ জলে ১ চা চামচ ভিনিগার মিশিয়ে দাগের জায়গায় স্প্রে করে হালকা হাতে ঘষুন। কিছুক্ষণের মধ্যেই দাগ গায়েব!

আরএম-০৬/৩১/০৩ (লাইফস্টাইল ডেস্ক)