‘শুয়ে থাকি উন্মুক্ত… ও আসে… উত্তাপে গাঢ় হয় শ্বাস! তারপর…’

শুয়ে থাকি উন্মুক্ত

প্রশ্ন: আমি একজন ২৮ বছর বয়সী মহিলা। ৩ মাস আগে আমার বিয়ে হয়েছে। আমার স্বামীর শারীরিক কোনও সমস্যা না থাকলেও (স্পষ্ট জিগ্গেস করে জানতে পারি), এখনও আমাদের মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন হয়নি। এই নিয়ে জিগ্গেস করলে, উনি বলেন এখনও মানসিক ভাবে তৈরি নন। কারণ, ওনার কাছে সেক্স শুধুই শারীরিক নয়। অতীতের কোনও বিষয়ের জন্য সমস্যা কিনা জানতে চাইলেও একই উত্তর আসে। প্রশ্ন করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। উনি এমনি যথেষ্ট যত্ন নেন এবং ভালোবাসেন। এই নিয়ে কাউকে কিছু না জানালেও, কখনও আমার মনে হয়, দুই পরিবারকে জানিয়ে দিই। আমার কী করা উচিত? – পরিচয় গোপন

চিকিৎসকের পরামর্শ: প্রথমেই কোনও মনোবিদ বা মানসিক রোগের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনাদের। বিবাহিত জীবনে শারীরিক সম্পর্ক স্থাপন না হওয়া থেকে অত্যধিক দুশ্চিন্তার জন্ম হয়। বিয়ের জন্যও যা সুস্থ নয়।

আপনার স্বামী সেক্সের জন্য মানসিক ভাবে তৈরি না হলেও, দূরত্ব থেকে কোনও লাভ মোটেই হবে না। বরং এর থেকে আপনার মনে ক্ষোভ বাড়তে থাকবে। যা থেকে আপনাদের সম্পর্কে ক্ষতির আশঙ্কা রয়েছে।

এই বাড়ন্ত ক্ষোভ ধীরে ধীরে ভালোবাসার জায়গা দখল করে নেবে। এর থেকে পরকীয়ার আশঙ্কাও তৈরি হয়। ওনাকে অবশ্যই বলবেন যে এই ধরনের সমস্যার চিকিৎসা সম্ভব।

আরএম-২৪/৩১/০৩ (লাইফস্টাইল ডেস্ক, তথ্যসূত্র: এই সময়)