বাড়িতে যে গাছ রাখলে দূরে থাকে রোগ

বাড়িতে যে গাছ

নিজের ঘরে রয়েছে রোগবালাইয়ের উৎস এটা আমরা অনেকে বুঝতেই পারি না । ঘরের রং ও কার্পেট থেকে রোগ ছড়ায়। রোগ দেখা দিতে পারে ফার্নিচার থেকে। এসব উৎস বেশি সমস্যা করে অ্যালার্জি ও শ্বাসকষ্টের রোগীদের। এমন সমস্যা থেকে মুক্তি পেতে এবং ঘরের বায়ুদূষণ বন্ধ করতে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা ঘরে কিছু গাছ রাখার পরামর্শ দিয়েছে।

ডোয়ার্ফ ডেট পাম  : এ ধরনের গাছ খুব ধীরে বাড়ে। কিন্তু একবার বড় হলে কয়েক দশক বাঁচে। লম্বায় এরা আট থেকে দশ ফুট হয়। এই গাছ ঘরকে জাইলিনমুক্ত রাখে। পেইন্ট ও কার্পেট থেকে এ ধরনের পদার্থ বাতাসের সঙ্গে মিশে থাকে। নাসা বলছে, প্রতি ১০০ স্কয়ার ফিট ঘরে একটি ক্ষুদ্রাকৃতির খেজুরগাছ রাখা উচিত।

বোস্টন ফার্ন : এটি আমাদের অতিপরিচিত ফার্নগাছ। বাংলাদেশে এ ধরনের গাছ বহুল পরিচিত। নার্সারিতে গেলেই পাওয়া যাবে। বাথরুম, ওয়াশ রুমের জানালার কাছে এই ধরনের গাছ রাখতে হয়। এটি স্যাঁতসেঁতে অবস্থা দূর করে। বাতাস থেকে ফর্মালডিহাইডও দূর করে এই গাছ।

স্পাইডার প্ল্যান্ট : এ ধরনের গাছ বাতাস থেকে কার্বন-মনক্সাইড দূর করে। নাসা জানিয়েছে, বদ্ধ ঘরের বাতাস থেকে এরা ২৪ ঘণ্টায় ৯৫ শতাংশ ফর্মালডিহাইড দূর করতে পারে।

চাইনিজ এভারগ্রিন প্ল্যান্ট : চীনা সবুজ উদ্ভিদ শোয়ার ঘরে কিংবা অফিসে রাখা যায়। খুব একটা দেখভালের প্রয়োজন হয় না। এমনিতেই বড় হতে থাকে। এই গাছ বেনজিন এবং ফর্মালডিহাইড দূরে রাখে।

বাঁশ : বাঁশের শাখা বাতাসকে সিক্ত রাখে। বেনজিন এবং ফর্মালডিহাইড দূরে রাখে। বাঁশের শাখাকে সরাসরি সূর্যের আলোয় রাখা উচিত নয়। নিয়মিত এদের পরিচর্যা করতে হয়।

আরএম-০২/০২/০৪ (লাইফস্টাইল ডেস্ক)