বন্ধুদের সঙ্গে আড্ডার মাঝেই যদি একটু বুদ্ধির লড়াই হয়ে যায়, তাহলে সময়টা হয়ে ওঠে আরও উপভোগ্য। ধাঁধা জানা থাকলে আপনি বন্ধুমহলে নিজেকে যথেষ্ট মজার মানুষ হিসেবে প্রমাণ করতে পারবেন সহজেই। ধাঁধার চর্চা মস্তিষ্ককে সচল রাখে, বুদ্ধিও বাড়ায়। ব্রাইট সাইডের সৌজন্যে আজ থাকছে মজার ধাঁধার ২য় পর্ব।
১. কোন জিনিসের একটা মুখ, দুটো হাত আছে, কিন্তু কোনও পা নেই?
২. টাকা দ্বিগুণ করার সহজ উপায় কী?
৩. কোন জিনিসের বুড়ো আঙুল আছে, সাথে চারটা আঙুলও আছে; কিন্তু জীবিত নয়?
৪. ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে?
৫. কোন জিনিসের ঘাড় আছে, কিন্তু মাথা নেই?
৬. কোন জিনিস শুকায় আবার ভেজার জন্য?
৭. কোনটা চলে যায়, কিন্তু আর ফিরে আসে না?
৮. কোন জিনিসটা তোমার, কিন্তু তোমার চেয়ে অন্য মানুষেই বেশি ব্যবহার করে?
৯. সবারই এটা আছে, আর কারোই এটা হারানোর উপায় নেই। কী সেটা?
১০. লক্ষ বছর ধরে থাকলেও এটিকে একটানা এক মাসের বেশি দেখি যায় না। কী নাম তার?
উত্তর
১. ঘড়ি
২. আয়নার সামনে ধরো, তাহলেই দ্বিগুণ দেখাবে
৩. দস্তানা/হাতমোজা
৪. ডিম
৫. বোতল
৬. তোয়ালে
৭. তোমার বয়স
৮. তোমার না
৯. নিজের ছায়া
১০. চাঁদ
আরএম-১৩/০৭/০৪ (লাইফস্টাইল ডেস্ক)