জন্মনিয়ন্ত্রণে এবার কানের দুল-আংটি

জন্মনিয়ন্ত্রণে এবার

পরতে হবে কানে দুল, আঙুলে আংটি কিংবা নাকে নথ। তাতে লাগানো থাকবে নির্দিষ্ট হরমোন। ত্বকের সংস্পর্শে এলেই সেই হরমোন মিশে যাবে রক্তে। তবে এটি যে সে হরমোন নয়, এই হরমোন আসলে জন্ম নিয়ন্ত্রক।

সম্প্রতি একটি প্রাণীর উপর পরীক্ষা চালিয়ে এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়ার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হয়েছেন যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির এক দল গবেষক।

জর্জিয়া টেকের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক পরীক্ষা বলছে জন্মনিয়ন্ত্রণের গয়নাগুলো পর্যাপ্ত পরিমাণে হরমোন সরবরাহ করতে পারে যেন জন্মনিয়ন্ত্রণ হয়। নতুন এই পদ্ধতির লক্ষ্যই হলো ওষুধের উপর থেকে নিয়ন্ত্রণ কমানো যেটা নিয়মিত নিতে হয়।

গবেষণাটি পরিচালনা করেন ইউনিভার্সিটির পোস্টডক্টরাল ফেলো মোহাম্মদ মোফিদফার, সিনিয়র গবেষক বিজ্ঞানী লরা ও’ফারেল এবং ইউনিভার্সিটির স্কুল অব কেমিক্যাল এন্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর মার্ক প্রসনিজ।

আরএম-১৪/০১/০৫ (লাইফস্টাইল ডেস্ক)