আকাশ মেঘলা হয়ে গরমের হাত থেকে রেহাই পাওয়া গেছে৷ কিন্তু তাই বলে ঘামের হাত থেকে রেহাই পাওয়া যায়নি৷ আর এই সময়ে নিজেকে সুন্দর দেখাতে রীতিমতো চ্যালেঞ্জের শিকার হয়ে হয় আপনাকে৷ কারণ এই সময় একদিকে ত্বক খারাপ হওয়ার সম্ভবনা থাকে অপর দিকে বাড়ি থেকে বেড়িয়ে মেকআপ বাঁচিয়ে রাখা আরও কষ্টকর৷ চড়া রোদ আর ঘামের কারণেই অর্ধেক মেপআপ গলে জল হওয়ার জোগার৷
তাই মেপআপ এক্সপার্টরা বলছেন এই মরশুমে চড়া মেকআপ না করাই ভালো৷ আর চড়া রোদে লিপস্টিকের বদলে হালকা লিপগ্লস লাগানোই যথেষ্ট৷ গরমে ত্বককে ভয়ঙ্কর আল্ট্রা ভায়োলেট রশ্মি থেকে বাঁচানোর হিড়িক বেড়ে যায়৷
এই সময়ে সবচেয়ে বড় সমস্যা সানবার্ন৷ গরমে ত্বককে সানবার্ন তেকে বাঁচাতে সানস্ক্রিন লোশন লাগানে খুবই দরকার, কিন্তু একটা কথায় মাখায় রাখতে হবে যে বাইরে বেড়োনোর অন্তত ২০ মিনিট আগে যাতে এটি মাখা হয়৷
মেকআপ করলে আপনাকে দেখতে সুন্দর লাগে অবশ্যই আর এই চক্করেই আপনি আপনার চুলের কথা ভুলে যান৷ কিন্তু এই সময় ঘামের ফলে কিন্তু চুল চুপসে যায়, তাই যতটা সম্ভব চুব বেঁধে রাখতে হবে৷ সামান্য এই কয়েকটা টিপস মেনে চললেই আপনি এই ‘হট’ সিজনে ‘কুল’ থাকতে পারবেন৷
আরএম-১১/০২/০৫ (লাইফস্টাইল ডেস্ক)