চন্দনের একটি মাত্র প্যাকে ত্বকের সব সমস্যার সমাধান

চন্দনের একটি মাত্র

ত্বকের কালো দাগ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করতে চন্দনের প্যাক বেশ কার্যকর। কালো দাগ দূর করার জন্য ব্যবহার করছেন নানা ফেসপ্যাক, নানা ক্রিম? কিন্তু কোন কিছু ত্বকের সমস্যা সমাধান করতে পারছে না? বরং এই সকল পণ্য ব্যবহারে ত্বকের ক্ষতিই হচ্ছে? তাহলে চন্দনের এই প্যাকটি ব্যবহার করে দেখতে পারেন। চন্দন এবং টমেটোর এই প্যাকটি ত্বকের অনেকগুলো সমস্যার সমাধান দেবে।

যেভাবে প্যাক তৈরি করবেন:

১ টেবিল চামচ চন্দনের গুঁড়ো

১ টেবিল চামচ টমেটো রস

চন্দনের গুঁড়ো এবং টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভাল ফল পেতে সপ্তাহে দুইবার ব্যবহার করুন এই প্যাকটি।

এইবার আসুন জেনে নেওয়া যাক এই জাদুকরী প্যাকে উপকারিতা।

১। রোদে পোড়া দাগ দূর করতে

টমেটোর রস এবং চন্দনের উপাদান ত্বকের রোদেপোড়া দাগ, সানবার্ন দূর করে দেয়।

২। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি

চন্দনের গুঁড়ো এবং টমেটোর রসে মেলানিন নামক উপাদান রয়েছে যা ত্বকের কমপ্লেকসন দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে।

৩। ব্রণ দূর করতে

টমেটো রসের ভিটামিন সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের ব্যাকটেরিয়া এবং জীবাণু দূর করে। চন্দনের গুঁড়ো ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়।

৪। বলিরেখা দূর করতে

চন্দনের গুঁড়ো এবং টমেটোর রস ত্বকের কোলাজন উৎপাদন করে এবং ত্বকে নুতন কোষ তৈরি করে। যা বলিরেখা পড়া প্রতিরোধ করে।

৫। ত্বকের চুলকানি রোধে

প্রাচীনকাল থেকে ত্বকের চুলকানি, জ্বালাপোড়া রোধে চন্দনের গুঁড়ো বেশ কার্যকর।

৬। ত্বক ময়েশ্চারাইজ করা

চন্দনের গুঁড়ো এবং টমেটোর রস ত্বক হাইড্রেইড করে দীর্ঘসময় ত্বক ময়েশ্চারাইজ করে।

আরএম-১৪/০৪/০৫ (লাইফস্টাইল ডেস্ক)