দৈনন্দিন জীবনে বাড়ির বাইরে বের হওয়ার সময় গরমের হাত থেকে রক্ষা পেতে আপনারা অনেকেই চুল বেধে বের হন। কেউ কেউ ভেজা চুল শক্ত করে বেঁধে, পনিটেল করে, টুইস্টেড হেয়ার স্টাইল, বিনুনি ছাড়া ভুল পদ্ধতিতে চুল বাঁধার কারণেও চুল নষ্ট হতে পারে ।
শক্ত করে চুল বাঁধলে: পনিটেল, বিনুনি করলে চুলের গোড়ায় অতিরিক্ত চাপ পড়ে। এর ফলে চুল ওঠা সহ মাথার ব্যথাও হতে পারে। শক্ত করে চুল বাঁধলে গরমে চুলের গোড়ায় ঘাম জলে, এতেও চুলের ক্ষতি হয়। বেড়ে যায় চুল পরার সম্ভাবনা।
ভেজা চুল: চুল ভেজানোর সঙ্গে সঙ্গে বেঁধে রাখলে তাতে চুলের ভীষণ ক্ষতি হয়। দেখা দিতে পারে চুলের ত্বকে খুসকি ও চুলকনি। ভেজা চুল বেঁধে রাখলে চুলের গোড়া দুর্বল হয়ে পরে।
সবসময় চুল বেঁধে রাখা: ভেজা চুল না শুকনো হওয়া পর্যন্ত খুলে রাখুন। বাড়িতে থাকাকালীন চুল খুলে রাখুন। সবসময় চুল বেঁধে রাখলে চুলের গোছ কমে যায়। ঘুমনোর সময় চুল খুলে রাখুন এতে চুল ভাল থাকবে।
শক্ত রাবার ব্যান্ড: শক্ত রাবার ব্যান্ড দিয়ে চুলের নির্দিষ্ট জায়গায় প্রতিনিয়ত বাঁধতে থাকলে সেখানকার চুল নরম হয়ে যায়। চুল পড়তে শুরু করবে। এতে সেই জায়গায় পড়তে পারে টাক।
আরএম-০৫/০৭/০৫ (লাইফস্টাইল ডেস্ক)