এই গুণ যে মেয়ের আছে, তাঁর প্রেমে পাগল হবেই পুরুষ

এই গুণ যে মেয়ের

মেয়েদের তুলনায় ছেলেরা একটু বেশিই পজেসিভ হয়। প্রেমিকা কখন কোথায় গেল, কী করল সোজা কথায় খেয়াল রাখতে ভালোবাসে। অনেকে অবশ্য মাঝেমধ্যেই এই কেয়ার করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেন….

। তবে এই অধিকারবোধ কিন্তু প্রেমের পর্যায়েই সীমাবদ্ধ। তাইতো ছেলেরা গার্লফ্রেন্ডকে যতটা বউ বলতে পছন্দ করে, বিয়ের পর সেই বউকেই বউ ডাকায় কিঞ্চিত কিন্তুবোধ আসে। তবে এই কথা কিন্তু ছেলেরাই বলেছেন, আমরা নই। আর তাই মুখে না বললেও ছেলেরা চান তাঁর উপর প্রেমিকার একটা অধিকারবোধ থাকুক। সম্প্রতি সমীক্ষা তাই বলছে। একই বক্তব্য মনোবিদদেরও। এছাড়াও ভালোবাসার মধ্যে যেমন খুশি থাকে তেমনই দুজনের মধ্য়ে গোপন একটা ঈর্ষাও থাকে। যেটা অবচেতন মনে ধরা পড়ে। যদিও প্রেমিকরা সবসময়ই চান যে তাঁদের প্রেমিকারা যেন সুখে থাকে। সেই মতো তাঁরা চেষ্টাও করেন। দেখে নিন, ছেলেরা ঠিক কি কি গুণ দেখে মেয়েদের প্রেমে পড়েন।

যাঁরা অভিযোগের ঝুড়ি খুলে বসেন না

যে সব মেয়েদের অভিয়োগ কম, সবকিছু নিয়েই খুঁত ধরার ব্য়াপার নেই, জীবন নিয়ে বেশি কাঁদুনি গায় না এমন মেয়েদেরই ছেলেরা বেশি পছন্দ করে। কারণ এরকম মেয়েরা যেকোনও কিছু নিয়েই খুশি থাকতে পারে।

হাসি

ছেলেদের বধ করার প্রধান অস্ত্র হল হাসি। ওই হাসিতেই অর্ধেক জন ফ্ল্যাট। তবে অনেকের মিষ্টি হাসিতেও লুকিয়ে থাকে দাম্ভিকতা। তবে হাসিই তো… তা সবসময় যে দেঁতো হবে এমনটা নয়।

সকলের সঙ্গে সহজে মিশে যেতে পারে

কিছু মেয়ে থাকেন যাঁরা খুব সহজেই সকলের সঙ্গে মিশে যেতে পারেন। রাস্তা হোক বা বাসের সহযাত্রী আলাপ জমাতে এদের দুমিনিটের বেশি লাগে না। এরকম মেয়েদেরও ছেলেরা খুবই পছন্দ করেন। কারণ এরা কখনই অন্য় কোনও ব্যক্তিরে নিজের দাম্ভিকতা দেখান না। আর নিজেরও থাকেন পজেটিভনেসে ভরপুর।

ব্যালেন্স করে চলার ক্ষমতা রাখেন

জীবনে এই ভালো-মন্দ ব্যালান্স করে চলাটা খুব জরুরি। সবসময় কারোর ভুল নয়, ভালো অভ্যেসেরও বাহবা দিতে হয়। তা সিনেমা, ব্যক্তি যে কোনও কিছু নিয়েই হতে পারে। এরকম মানসিকতা য়ে মেয়েদের তাদের প্রতি ছেলেরা খুব সহজেই আসক্ত হয়।

শুধু নিজেদের নিয়েই কথা নয়

শুধুই নিজের চাকরি, জীবন, পরিবার নিয়ে কথা নয়। সবার ভালোমন্দ থেকে শুরু করে সমাজ-রাজনীতি এবং অর্থনীতি এই সব বিষয়েই যাঁরা কথা বলতে স্বচ্ছন্দ্য তাঁদের প্রতি ছেলেরা তাড়াতাড়ি প্রেমে পড়েন।

সুতরাং, মেয়েরা এখনও যাঁরা প্রেমে পড়েননি তাঁরা এই টিপস ফলো করতেই পারেন। মনে রাখবেন আপনার প্রেমিক কিন্তু আপনার অধিকারবোধ পছন্দই করেন। আদেশের অন্যথা চট করে করবেন না…

আরএম-১৫/০৭/০৫ (লাইফস্টাইল ডেস্ক)