শুষ্ক ও রুক্ষ ত্বকে প্রাণ ফেরাতে ব্যবহার করতে পারেন অ্যালোভেরার স্ক্রাব। নিয়মিত ব্যবহারে ত্বকের মরা চামার দূর হওয়ার পাশাপাশি ত্বক হবে নরম ও কোমল।
যেভাবে তৈরি ও ব্যবহার করবেন স্ক্রাব
একটি পাত্রে ৩ টেবিল চামচ ওটের গুঁড়া নিন। খানিকটা টক দই ও প্রয়োজন মতো অ্যালোভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করুন। আঠালো পেস্টটি ব্যবহারের আগে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন ত্বক। ধীরে ধীরে পেস্ট ম্যাসাজ করুন মুখ ও ঘাড়ের ত্বকে। ৪ থেকে ৫ মিনিট ম্যাসাজ করার পর পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।
অ্যালোভেরার স্ক্রাব ব্যবহার করবেন কেন?
১. ত্বকের শুষ্কতা দূর করে।
২. ত্বক মসৃণ করে।
৩. ব্ল্যাক ও হোয়াইটহেডস দূর করে।
৪. ত্বকের রোদে পোড়া দাগ দূর করে।
৫. ত্বকে জমে থাকা মরা চামড়া দূর করে।
৬. ত্বকের পিএইচ লেভেল ঠিক রাখে।
আরএম-১৪/০৮/০৫ (লাইফস্টাইল ডেস্ক)