পল্লী বিদ্যুতায়ন বোর্ডে চাকরির সুযোগ

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিগুলোয় ‘কাজ নাই মজুরি নাই’ এ শর্তে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নারীদের জন্য সংরক্ষিত ‘বিল্ডিং সহকারী’ পদে নিয়োগ দেওয়া হবে। মোট ৪৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম : বিল্ডিং সহকারী

পদের সংখ্যা : মোট ৪৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা : যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমমান ও উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারেন। তবে প্রার্থীর উভয় পরীক্ষায় জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ২.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। সঙ্গে কম্পিউটার ও মাইক্রোসফট অফিসে কাজের দক্ষতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীর বয়স ৩০ এপ্রিল, ২০১৯ পর্যন্ত অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন-ভাতা : দৈনিক ৬০০ টাকা হারে মজুরি দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি : প্রার্থীদের বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে হবে। সংগৃহীত আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইট (www.reb.gov.bd) ।

আবেদনের শেষ তারিখ : আবেদনের শেষ তারিখ ২৭ মে, ২০১৯।

এসএইচ-০১/০৮/১৯ (জবস ডেস্ক)