সুখী দাম্পত্য জীবন চাইলে আপনার বেডরুম নিয়ে মেনে চলুন এই সব টিপস

সুখী দাম্পত্য জীবন

যারা বিবাহিত, তারা সব সময়ই চান যে আমাদের বিবাহিত জীবন যেন সুখের হয় ৷ তাতে কোনও রূপ অশান্তি যেন না আসে। এবং বিবাহিত জীবনকে কিভাবে সুখময় করতে হবে সেই প্রচেষ্টার আমাদের কোনও অন্ত নেই। নিম্ন লিখিত টিপস গুলি লক্ষ্য করলে, আশা রাখছি একটু হলেও ভাল ফল পাবেন।

বেডরুমে ঠাকুরের ছবি রাখবেন না, শুধুমাত্র রাধাকৃষ্ণের যুগল মূর্তি রাখতে পারেন।

বিছানার সামনে সোজা আয়না রাখবেন না।

শোওয়ার ঘরে কাগজের ফুল বা নকল ফুল না রেখে আসল সুগন্ধ যুক্ত ফুল রাখুন।

বেডরুমে অ্যাকোয়ারিয়াম (aquarium) রাখা একদম উচিত নয়।

কোনও যুদ্ধের ছবি বা মৃত কোনও মানুষের ছবি রাখবেন না।

বেডরুমের দক্ষিণ-পশ্চিম দেওয়ালে একটিও লাভ বার্ডের ছবি বা মূর্তি রাখুন।

পূর্বদিকে মাথা রেখে ঘুমোন।

অবশ্যই বেডরুমের রং হালকা হওয়া উচিত।

বেডরুমের নাইট ল্যাম্প যেন কখনই লাল রঙের না হয়।

বেডসিট বা বিছানার চাদর বেশির ভাগ সময় সাদা রঙের রাখার চেষ্টা করুন।

আরএম-১৮/১৯/০৫ (লাইফস্টাইল ডেস্ক)