ঠোঁটের কালচে ভাব দূর করার ১০ টি ঘরোয়া টিপস

ঠোঁটের কালচে

সূর্যের ইউভি রশ্মি, ধূমপান, অ্যালার্জি, বেশি মাত্রায় চা-কফি পান, বয়স কিংবা হরমোনাল ইমব্যালান্সের কারণে ঠোঁটে কালচেভাব আসে। এই কালো ছোপ দূর করতে পারেন সহজ ঘরোয়া উপায়ে–

লেবু খুব ভাল ব্লিচিং এজেন্ট। রোজ রাতে শুতে যাওয়ার আগে পাতি লেবুর রস ঠোঁটে লাগান।

রাতে শুতে যাওয়ার আগে ঠোঁটে অলিভ অয়েল মাসাজ করুন।

ঠোঁটে সরাসরি লিপস্টিক লাগাবেন না। আগে লিপ বাম লাগিয়ে নিন।

ঠোঁটে মেলানিন থাকে না। তাই রোদে ঠোঁট বেশি পোড়ে। রোদে বেরনোর সময় এসপিএফ ১৫ লিপ বাম লাগান।

অ্যালো ভেরা, দুধের টাটকা সর ও চন্দন ঠোঁটের কালচেভাব দূর করে।

বিট, গাজর, শসা বা বেদানার রসও উপকারি।

ঠোঁট সবসময় ময়েশ্চারাইজড রাখুন। কোকো বাটার, শিয়া বাটার, ভিটামিন এ এবং ই, বি ওয়্যাক্স, আমন্ড, নারকেল তেল কিংবা ডাইমেথোকোনের মতো উপাদান রয়েছে এমন লিপ বাম ব্যবহার করুন।

চিনি আর লেবু একসঙ্গে মিশিয়ে স্ক্রাব করুন। মৃত কোষ, মৃত ত্বক সরিয়ে, ঠোঁট নরম করে, স্বাভাবিক রং ফিরিয়ে আনে।

দুধ আর হলুদ দিয়ে একটা মিশ্রণ তৈরি করুন। এবার ঠোঁট জল দিয়ে ভিজিয়ে, পুরনো নরম টুথব্রাশ দিয়ে হালকা ঘষে নিন। টুথব্রাশ খুব ভাল এক্সফোলিয়েশন করে অর্থাৎ মৃত কোষ ও ছাল স্তরে স্তরে তুলে ফেলে। এবার ঠোঁটে দুধ-হলুদের মিশ্রণের মোটা প্রলেপ লাগিয়ে, ২-৩ মিনিট রেখে দিন। এরপর আবার নরম টুথব্রাশ দিয়ে হালকা হাতে ২-৩ মিনিট ঘষে এই মিশ্রণটি তুলে ফেলুন। ঠোঁট ট্যিশু দিয়ে শুকিয়ে লিপ বাম লাগিয়ে নিন। সপ্তাহে অন্তত ৩ বার করতে হবে।

রাতে শুতে যাওয়ার আগে ঘি বা মধু লাগিয়ে নিন। আর ভুলেও রাতে লিপস্টিক পরে ঘুমাবেন না।

আরএম-২০/১৯/০৫ (লাইফস্টাইল ডেস্ক)